Advertisement
Advertisement
Mumbai Indians

বিরাটের অপমানের বদলা নিলেন রোহিতরা! নবীনকে বিঁধে অভিনব সেলিব্রেশন মুম্বই তারকাদের

নবীনের সেলিব্রেশন নিয়েও উঠছে প্রশ্ন।

Mumbai Indians players take an indirect dig at Naveen-ul-Haq on social media
Published by: Subhajit Mandal
  • Posted:May 25, 2023 10:51 am
  • Updated:May 25, 2023 10:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি বনাম নবীন-উল-হক (Naveen Ul Haq) বিতর্কে এবার ঢুকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সও। আফগান পেসারকে তাঁর ভাষাতেই জবাব দিলেন মুম্বইয়ের তরুণ তারকারা। যা দেখে নেটিজেনরা বলাবলি করছেন, বিরাট কোহলির অপমানের জবাব দিলেন রোহিতরা।

আইপিএলে লখনউ বনাম আরসিবি (RCB) ম্যাচে নবীন এবং বিরাট কোহলি (Virat Kohli) নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন নবীন। সেই কাণ্ডের রেশ মাঠের বাইরেও বারবার চোখে পড়েছে। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করে চলেছেন নবীন। কখনও সোশ্যাল মিডিয়ায় আম খাওয়ার ছবি দিয়ে, কখনও আবার ‘মিম’ পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ককে বিঁধেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

আইপিএলের (IPL 2023) এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালই বল করেছেন আফগান পেসার। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু সে ম্যাচেও বিতর্কে জড়িয়েছেন নবীন। রোহিতকে আউট করার পর যে ভঙ্গিমায় তিনি সেলিব্রেশন করেন, সেটা পছন্দ হয়নি অনেকেরই। ভারত অধিনায়কের উইকেট নেওয়ার পরই আফগান পেসারকে দেখা যায় দু’কানে আঙুল গুঁজে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কানে আঙুল দেওয়ার অর্থ, কোনও সমালোচনা কানে না নিয়ে নিজের কাজ করছেন তিনি। নবীনের এই সেলিব্রেশন পছন্দ হয়নি সুনীল গাভাসকরের মতো প্রাক্তনদের। গাভাসকর বলেন, এর কোনও অর্থ হয় না, অহেতুক বিতর্ক ডেকে আনা।

[আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনের পর কী হবে পুরনো ভবনের? কী বলছে মোদি সরকার?]

মজার কথা হল, নবীনের ভাল বোলিংয়ের পরও বুধবার পরাস্ত হয়েছে লখনউ। তারপরই অভিনব সেলিব্রেশনে নবীনকে পালটা দিয়েছেন মুম্বইয়ের প্রবীণ তারকারা। এলিমেনেটরে জয়ের পর মুম্বই তারকা সন্দীপ ওয়ারিয়র ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে মুম্বইয়ের আরও দুই সতীর্থ কুমার কার্তিকেয় এবং বিষ্ণু বিনোদের সঙ্গে একটি খাবার টেবিলে বসে রয়েছেন সন্দীপ। টেবিলে রয়েছে একটি আম। যে তিনজন বসে রয়েছেন, তাঁদের একজনের মুখ বন্ধ, একজনের কান বন্ধ এবং একজনের চোখ বন্ধ। সঙ্গে ক্যাপশানে লেখা মিষ্টি আমের মরশুম। সন্দীপ ওয়ারিওয়ের এই পোস্ট যে আসলে নবীনের কোহলিদের হারের পর করা পোস্টের পালটা, সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু মুম্বই তারকার নয়, সোশ্যাল মিডিয়াতেও নবীনকে নিয়ে হাসাহাসি চলছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement