Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘আইপিএলে তো এত নো বল হয় না!’ টেস্ট চলাকালীন জাদেজাকে হঠাৎই খোঁচা রোহিতের

জেনে নিন আসল ঘটনা।

Mumbai Indians icon Rohit Sharma teased former CSK skipper Ravindra Jadeja । Sangbad Pratidin

জাদেজা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 17, 2024 12:28 pm
  • Updated:February 17, 2024 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে ভুল বোঝাবুঝিতে সরফরাজ খান রান আউট হওয়ার পরে ড্রেসিং রুমে টুপি ছুড়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জাদেজার উপরেই হয়তো ক্ষিপ্ত হয়েছিলেন ভারত অধিনায়ক। সেই রোহিত শর্মাই (Rohit Sharma) ফের আইপিএল নিয়ে খোঁচা দিলেন জাদেজাকে। জো রুটকে বল করার সময়ে একই ওভারে ওভারস্টেপ করে নো বল করেন তিনি। তার পরেই ভারত অধিনায়ক খোঁচা দেন জাদেজাকে।
বিষয়টা কী? ইংল্যান্ডের ইনিংসের ৩০-তম ওভারের ঘটনা। বল করার সময়ে জাদেজা দুবার ওভারস্টেপ করে নো বল করেন তিনি। তার পরেই অসন্তুষ্ট রোহিতকে বলতে শোনা গিয়েছে, ”এই জাদেজা আইপিএলে তো এত নো বল করে না। টি-টোয়েন্টি মনে করে বল কর।”

 

Advertisement

[আরও পড়ুন: বাড়ি ফিরেছেন অশ্বিন, টেস্টের তৃতীয় দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে ১০ জনের ভারত]

জাদেজাকে নিয়ে রোহিতের এমন কটাক্ষ ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এর আগে ব্যাট করার সময়ে জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান সরফরাজ খান। রাজকোটেই অভিষেক ঘটে সরফরাজের। দারুণ খেলছিলেন তিনি। ভাগ্যের সাহায্য পেলে সেঞ্চুরিও হয়তো পেয়ে যেতেন সরফরাজ। কিন্তু রান আউট হতে হয় তাঁকে। তার পরেই ক্যামেরা ধরা হয় রোহিত শর্মাকে। রাগত ভারত অধিনায়ককে টুপি ছুড়ে ফেলে দিতে দেখা যায়।

 

 

[আরও পড়ুন: বিরল দৃশ্য রনজি ম্যাচে, আউট হওয়ার পরেও ফের ব্যাট করতে নামলেন রাহানে! কীভাবে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement