ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন চার বছর আগে। একমাত্র আইপিএলেই দেখা যেত তাঁকে। টুর্নামেন্ট শুরুর আগে কঠোর অনুশীলনে ডুবে থেকে নিজেকে প্রস্তুত করতেন, যেন তাঁর প্রতিটি শটে আরও জীবন্ত হয়ে ওঠে চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের স্বপ্ন। কিন্তু সকলকে চমকে হঠাৎই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার পর থেকে নতুন করে জল্পনা, তাহলে কি আইপিএলে আর খেলবেন না বলেই ছেড়ে দিলেন নেতৃত্বের ব্যাটন?
বৃহস্পতিবার আচমকাই বিবৃতি দিয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফে জানিয়ে দেওয়া হয়, আসন্ন আইপিএলে (IPL 2024) দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। তার পর থেকেই জল্পনা শুরু হয়, যেভাবে আচমকা নেতৃত্ব ছাড়লেন ধোনি, একইভাবে কি খেলা থেকেও সরে দাঁড়াবেন? অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০১৪ সালে ভারতীয় দলে অস্ট্রেলিয়া সফরের কথা। টেস্ট সিরিজের মাঝপথে আচমকাই অবসর ঘোষণা দেন ধোনি। সেই একই ভঙ্গিমায় কি আইপিএল থেকেও সরে দাঁড়াবেন ক্যাপ্টেন কুল?
সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৩ সালের আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন মাহি। রানিং বিটুইন দ্য উইকেটসে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। টুর্নামেন্ট শেষ হতেই হাঁটুতে অস্ত্রোপচার করান। দীর্ঘ রিকভারি শেষ করে চলতি বছরের শুরুতে অনুশীলনে নেমে পড়েন। পরিচিত মাহি মার রহা হ্যায় ভঙ্গিতেই দেখা যায় তাঁকে। সবমিলিয়ে ভক্তদের আশা ছিল, আবারও স্বমহিমায় আইপিএল খেলবেন ধোনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ধোনি নেতৃত্ব ছাড়ায় তাঁদের আশঙ্কা, তাহলে কি আর খেলতে দেখা যাবে ধোনিকে?
এখনও চেন্নাইয়ের তরফে ধোনির খেলা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি কি সব ম্যাচে খেলবেন? নাকি হাঁটুর চোট আবারও ভোগাচ্ছে চেন্নাইয়ের প্রিয় থালাকে? টুর্নামেন্টের সব ম্যাচে না খেললেও কয়েকটা ম্যাচ বেছে বেছে তাঁকে মাঠে নামাবে টিম ম্যানেজমেন্ট? প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগে ধোনি জানিয়েছিলেন এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি আর খেলোয়াড় নয়, অন্য কোনওভাবে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন ধোনি? হাজারো প্রশ্ন থাকলেও উত্তর অধরাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.