আলাপন সাহা: আর্মিদের ক্যাম্পে গিয়ে ট্রেনিং করেছেন। আর পাঁচজন ক্যাম্পে যেভাবে থাকেন, তিনি ঠিক সেভাবেই থেকেছিলেন। কোনও সেলিব্রিটি সুলভ ব্যাপার-স্যাপার নেই। তিনি বরবাবরই এরকম। আর লকডাউনের সময়ে যা করলেন, সেটা বোধহয় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বলেই সম্ভব!
লকডাউনের সময় কোনওরকম ব্যবসায়িক এনডোর্সমেন্ট নয়। আসলে করোনার জন্য গোটা দেশজুড়ে পরিস্থিতি বেশ খারাপ। কত মানুষ রয়েছেন, যাঁরা দু’বেলা ঠিকঠাক করে খেতে পাচ্ছেন না। কত লোকের চাকরি যাচ্ছে। তাঁদের প্রতি সহমর্মিতা দেখিয়ে ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন না ধোনি। শোনা গেল, অনেক ব্র্যান্ড তাঁর সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু ধোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে তাঁর পক্ষে কোনও কিছু প্রমোট করা সম্ভব নয়।
ধোনি মনে করছেন, দেশজুড়ে যখন আর্থিক সংকট তখন কোনওরকম বিজ্ঞাপনের কাজ করলে একটা ভুল বার্তা যাবে। তাই তিনি ঠিক করেন গোটা দেশ যখন এরকম একটা ক্রাইসিস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তিনি এই সময়ে কোনওরকম ব্যবসায়িক এনডোর্সমেন্ট করবেন না। ধোনির ঘনিষ্ঠ এক বন্ধু রবিবার বিকেলে সংবাদ প্রতিদিন-কে ফোনে বলছিলেন, অনেক ব্র্যান্ড রয়েছে। ওদের বিভিন্ন রকমের চাহিদা রয়েছে। মাহি অবশ্য সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই সময় কোনও কিছুই করবে না। কোনওরকম এনডোর্সমেন্ট করবে না।”
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রা যখন করোনা ত্রাণে লক্ষ লক্ষ টাকা অনুদান করছেন, তখন নীরবই ছিলেন মাহি। বড় কোনও চটকদারি ঘোষণা তিনি করেননি। অথচ, এনডোর্সমেন্ট বন্ধ করায় সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি তাঁরই হয়েছে। ধোনির ওই বন্ধু বলছিলেন, “আসলে মাহি এইসব সমালোচনা নিয়ে ভাবেই না। কাউকে কোনও সাহায্য করলে সেটা আর কাউকে জানতেও দেয় না। আমরাও জানতে পারি না। এটাই ধোনি।”সত্যিই তাই। এসব বোধহয় মহেন্দ্র সিং ধোনিই পারেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.