Advertisement
Advertisement

Breaking News

ICC T20 World Cup 2024

রোহিতদের খেলায় হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ধোনির! বন্ধু দ্রাবিড়ের সাফল্যে আপ্লুত শচীন-সৌরভ

জন্মদিনের উপহার দিয়েছে টিম ইন্ডিয়া, বলছেন ধোনি।

ICC T20 World Cup 2024: MS Dhoni, Sourav Ganguly and Sachin Tendulkar wish team India

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 30, 2024 1:12 pm
  • Updated:June 30, 2024 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অধিনায়কত্বেই ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৭ বছর পর আবার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন। রোহিত শর্মার নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন‌্য টি-টোয়েন্টি বিশ্বচ‌্যাম্পিয়ন হওয়ার পর ‘টিম ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে এতটুকু দেরি করেননি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেবল ধোনি নন, সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন তেণ্ডুলকরও। কোচ হিসাবে ‘বন্ধু’ রাহুল দ্রাবিড়ের সাফল্যে তাঁরা উচ্ছ্বসিত।

এমনিতে ধোনি (MS Dhoni) খুব একটা সোশ‌্যাল মিডিয়ায় থাকেন না। কিন্তু ভারতের এরকম একটা দুর্ধর্ষ জয়ের দিন তিনি নিজেকে সোশ‌্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারেননি। ইনস্টগ্রামে লেখেন, “ভারত বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন! একটা সময় আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। প্রতিকূল মূহূর্তে শান্ত থেকে ইচ্ছাশক্তির জোরে অসাধারণ সাফল‌্য পাওয়ার জন‌্য অভিনন্দন। বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) ঘরে ফিরিয়ে আনার জন‌্য ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে থাকা ভারতবাসী তোমাদের অভিনন্দন জানাচ্ছে। অসংখ‌্য শুভেচ্ছা।’’সামনের মাসেই প্রাক্তন ভারত অধিনায়ক ৪৩ বছরে পা দেবেন। জন্মদিনের প্রাক্কালে টিম ইন্ডিয়া যে তাঁকে দারুণ একটা উপহার দিয়েছে, সেটাও জানিয়ে দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: হজম করতে হয়েছে সমালোচনা, রোহিত-দ্রাবিড়ের ৩ বিতর্কিত সিদ্ধান্তই জেতাল বিশ্বকাপ]

ভারত জিততেই এক্স হ্যান্ডেলে সৌরভ (Sourav Ganguly) লেখেন, “রোহিত শর্মা ও গোটা দলকে অভিনন্দন। হয়তো আমরা ১১ বছর পরে বিশ্বকাপ জিতলাম, কিন্তু দেশে যা প্রতিভা রয়েছে তাতে আমরা আরও অনেক কিছু জিততে পারি।” বুমরাহ-বিরাটদের পাশাপাশি শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের নামও।

অন্যদিকে, বন্ধু দ্রাবিড়ের নাম করে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar)। এক্স হ্যান্ডেলে লেখেন, “ওয়েস্ট ইন্ডিজে যেন ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায় পূর্ণ হল। ২০০৭ বিশ্বকাপে এখান থেকেই হেরে ফিরতে হয়েছিল। আজ ক্রিকেটের পাওয়ারহাউস হিসাবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতল ভার‍ত। আমার বন্ধু রাহুল দ্রাবিড় ২০১১ সালে বিশ্বজয়ের স্বাদ পায়নি, কিন্তু এই বিশ্বকাপ জয়ের নেপথ্যে ওর অনেক বড় ভূমিকা।” কেবল দ্রাবিড় নন, প্রত্যেক সাপোর্ট স্টাফ এবং অন্যান্য ক্রিকেটারকেও শুভেচ্ছা জানিয়েছেন শচীন।

[আরও পড়ুন: অপ্রতিরোধ্য জার্মানি, ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মুসিয়ালারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement