Advertisement
Advertisement

Breaking News

IPL IPL 2023 CSK MS Dhoni

সতীর্থর উপরে চিৎকার করছেন ধোনি, ভিডিও ভাইরাল

আরসিবি ম্যাচে মেজাজ হারান ধোনি।

MS Dhoni shouts at CSK teammate during an IPL game vs RCB । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 26, 2023 6:42 pm
  • Updated:April 26, 2023 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ভারতের সফলতম অধিনায়কেরও রাগ হয়। তিনিও আবেগ দেখিয়ে ফেলেন। সতীর্থের উপরে তিনি রাগও করেন। সেটাই দেখা গেল এবারের আইপিএলে (IPL)।

চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচে ধোনিকে রাগ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে ধোনি তাঁর এক সতীর্থের উপরে চিৎকার করছেন। সেই সময়ে আরসিবি ব্যাট করছিল। ধোনি তাঁর এক সতীর্থকে কিছু একটা বলছিলেন। কিন্তু সেই সতীর্থ ধোনির কথা শোনেননি। আর এতেই রেগে যান ধোনি। চিৎকার করে ওঠেন। সেই সতীর্থর দিকে একাধিক বার তাকান ধোনি। 

Advertisement

[আরও পড়ুন: ‘রোহিতের এখন বিশ্রাম দরকার’, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘হিটম্যান’কে পরামর্শ সানির]

 

ক্রিকেট মাঠে ধোনিকে সচরাচর রাগতে কেউ দেখেননি। দীর্ঘদিন আগে ধোনির ভাল বন্ধু সুরেশ রায়না বলেছিলেন, ”ক্যামেরার সামনে ধোনি প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু খেলার মাঝে বিজ্ঞাপনের বিরতি যখন হয়, তখন যার উপরে রাগ করেছে, তাকে বলে শুধর যা।”

Advertisement

ধোনিকে রাগতে দেখে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় বলেন, ”থালা রাগ দেখাচ্ছে। ক্যাপ্টেনের এটা মোটেও ভাল ব্যবহার নয়। জাদেজার নেতৃত্ব দেওয়া উচিত।” আরেক ভক্ত লিখেছেন, ”স্কুলের শিক্ষকদের কথা মনে করাচ্ছে ধোনি।”

 

মাহির নেতৃত্বে সিএসকে এবার আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। ধোনিকে নিয়ে জল্পনা চলছে, এবারই হয়তো তাঁর শেষ আইপিএল। অনেকদিন আগে মোহিত শর্মা বলেছিলেন, মোহিতকে বল করার জন্য দৌড়তে দেখে থামিয়ে দিয়েছিলেন ধোনি। পরে তাঁর দিকে এমন চাহনি দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক যে মোহিত মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন। এবারও অন্য এক ধোনিকে দেখা গেল, যা তাঁর চরিত্রের সঙ্গে মেলে না। 

[আরও পড়ুন: রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা খেয়ে গুরুতর অসুস্থ গুজরাটের পেসার যশ, কমল ৮ কেজি ওজন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ