সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ভারতের সফলতম অধিনায়কেরও রাগ হয়। তিনিও আবেগ দেখিয়ে ফেলেন। সতীর্থের উপরে তিনি রাগও করেন। সেটাই দেখা গেল এবারের আইপিএলে (IPL)।
চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচে ধোনিকে রাগ করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে ধোনি তাঁর এক সতীর্থের উপরে চিৎকার করছেন। সেই সময়ে আরসিবি ব্যাট করছিল। ধোনি তাঁর এক সতীর্থকে কিছু একটা বলছিলেন। কিন্তু সেই সতীর্থ ধোনির কথা শোনেননি। আর এতেই রেগে যান ধোনি। চিৎকার করে ওঠেন। সেই সতীর্থর দিকে একাধিক বার তাকান ধোনি।
ক্রিকেট মাঠে ধোনিকে সচরাচর রাগতে কেউ দেখেননি। দীর্ঘদিন আগে ধোনির ভাল বন্ধু সুরেশ রায়না বলেছিলেন, ”ক্যামেরার সামনে ধোনি প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু খেলার মাঝে বিজ্ঞাপনের বিরতি যখন হয়, তখন যার উপরে রাগ করেছে, তাকে বলে শুধর যা।”
ধোনিকে রাগতে দেখে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় বলেন, ”থালা রাগ দেখাচ্ছে। ক্যাপ্টেনের এটা মোটেও ভাল ব্যবহার নয়। জাদেজার নেতৃত্ব দেওয়া উচিত।” আরেক ভক্ত লিখেছেন, ”স্কুলের শিক্ষকদের কথা মনে করাচ্ছে ধোনি।”
Angry Mahi #MSDhoni pic.twitter.com/0AeK3kAqJs
— T
mCruise (@KingofAndhra7) April 25, 2023
মাহির নেতৃত্বে সিএসকে এবার আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। ধোনিকে নিয়ে জল্পনা চলছে, এবারই হয়তো তাঁর শেষ আইপিএল। অনেকদিন আগে মোহিত শর্মা বলেছিলেন, মোহিতকে বল করার জন্য দৌড়তে দেখে থামিয়ে দিয়েছিলেন ধোনি। পরে তাঁর দিকে এমন চাহনি দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক যে মোহিত মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন। এবারও অন্য এক ধোনিকে দেখা গেল, যা তাঁর চরিত্রের সঙ্গে মেলে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.