Advertisement
Advertisement
MS Dhoni

শীঘ্রই অবসর ঘোষণা করতে চলেছেন ধোনি? চেন্নাই সুপার কিংসের ভিডিও উসকে দিল জল্পনা

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন, পরের মরশুমেও খেলবেন।

MS Dhoni Set To Announce Retirement? Cryptic Post By CSK Goes Viral | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 14, 2023 10:09 am
  • Updated:June 14, 2023 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৯ মে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর অনুরাগীদের অতিরিক্ত একটি উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। জানিয়েছিলেন, সমর্থকদের জন্যই আরও একটি আইপিএল খেলতে চান তিনি। কিন্তু মঙ্গলবার ফের উসকে গেল ক্যাপ্টেন কুলের অবসরের জল্পনা। একটি ভিডিও পোস্ট সে জল্পনা উসকে দিল খোদ তাঁর দল চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার ধোনিকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেখানেই দেখা যাচ্ছে, ২০২৩ সালের আইপিএলে ক্যাপ্টেন ধোনির নানা মুহূর্ত। সঙ্গে আর একটি দৃশ্য, যেখানে মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন তিনি। ক্যাপশনে লেখা ‘ও ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন’। আর এতেই তৈরি হয়েছে যাবতীয় জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি আর পরের আইপিএলে দেখা যাবে না মাহিকে (MS Dhoni)? তবে কি সত্যিই ব্যাট-প্যাড তুলে রাখা সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন তিনি?

Advertisement

[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ

 

বরাবরই নিজের সিদ্ধান্ত জানিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ধোনি। তা সে মাঠে হোক কিংবা মাঠের বাইরে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো থেকে জাতীয় দল থেকে অবসর ঘোষণা- প্রতিবারই বিস্মিত করেছেন তিনি। কোনও ম্যাচ শেষে কিংবা সিরিজ জিতে নয়, আচমকা জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা। এবারও যেমন আইপিএল জয়ের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, “জানি, এটাই আমার অবসর ঘোষণার সেরা সময়। কিন্তু সমর্থকদের থেকে যে ভালবাসা পেয়েছি, সেই ভালবাসার জন্য আবারও ফিরতে চাই।” তাঁর এহেন মন্তব্যে হাজার ওয়াটের হাসি ফুটেছিল ভক্তদের মুখে। কিন্তু সব সমীকরণ ওলটপালট করে দিল সিএসকে-র পোস্ট করা ভিডিওটি। এবার নিঃশব্দে সরে দাঁড়াবেন না তো ধোনি? এই প্রশ্নই ঘুরতে শুরু করেছে সমর্থকদের মনে।

যদিও অনেকেই বলছেন, ধোনি যে সিদ্ধান্তই নিন, তাকে সম্মান করা উচিত। কেউ কেউ আবার মনে করছেন, হয়তো চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়বেন ধোনি। তবে খেলা চালিয়ে যাবেন। তবে হাজারো জল্পনার উত্তর একজনই দিতে পারবেন। তিনি খোদ ধোনি।

[আরও পড়ুন: তৃণমূল না করলে ৭ দিনের মধ্যে খুন, BJP বিধায়ককে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার! চাঞ্চল্য পুরুলিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement