ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল ভালো ক্যাপ্টেন্সি করলেই হবে না। অধিনায়ককে ভালো পারফর্মও করতে হবে। তা না হলে চাপ বাড়ে দলের উপরে। একটি সাক্ষাৎকারে এই কথা বললেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, তাহলে কি রোহিত শর্মাকে খোঁচা দিয়ে এই কথা বলেছেন ক্যাপ্টেন কুল?
সাম্প্রতিক অতীতে মোটেও ভালো ছন্দে নেই ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়া সফরে মেন ইন ব্লুর হতশ্রী পারফরম্যান্সের নেপথ্যে অন্যতম কারণ ছিল রোহিতের ব্যর্থতা। সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলতে পারেননি কারণ সেইসময়ে জন্ম নেয় তাঁর পুত্র আহান। আর গোটা সিরিজে রান পাননি বলে পঞ্চম টেস্টে নিজেই নিজেকে বসিয়ে দেন। সবমিলিয়ে ভারত অধিনায়কের ফর্ম নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। ক্রিকেটপ্রেমীরা দাবি তোলেন, নেতৃত্ব থেকে রোহিতকে সরানো হোক।
তবে তারপর সময় গড়িয়েছে। রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তারপরেই অধিনায়কের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা শোনা গিয়েছে ধোনির মুখে। ২০২৫ আইপিএল শুরু হওয়ার আগে ক্যাপ্টেন কুলকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে রুতুরাজ গায়কোয়াড়কে চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল? উত্তরে ধোনি বলেন, “তুমি হয়তো একেবারেই ভালো খেলতে পারছ না, কিন্তু ভালো অধিনায়কত্ব করছ- সেটা দলের পক্ষে একটা বড় সমস্যা তৈরি করে।”
বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, “দলের অধিনায়ক হিসাবে এমন কাউকে দরকার যে কিনা সবসময় পারফর্ম করতে পারবে। সবার আগে দরকার পারফরম্যান্স। ক্যাপ্টেন্সি তার পরের ব্যাপার।” মাহির এই সাক্ষাৎকার সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মতে, নাম না করে আসলে রোহিতকেই একহাত নিয়েছেন ধোনি। সোশাল মিডিয়ায় কেউ বলছেন, ‘ধোনির এই কথাগুলো শোনা উচিত রোহিতের, বিশেষত টেস্টের ক্ষেত্রে।’ আবার কারোও মতে, ‘ধোনি এমনভাবে রোহিতকে অপমান করছেন সেটা কোনওদিন দেখিনি।’ যদিও ধোনি নির্দিষ্ট কারোওর নাম নিয়ে মন্তব্য করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.