Advertisement
Advertisement
MS Dhoni

বিশাল ফার্ম হাউস, গ্যারাজে বিলাসবহুল গাড়ি-বাইক, কত সম্পত্তির মালিক ধোনি?

জন্মদিনের পরেই সম্পত্তির নয়া নজির গড়েছেন ধোনি।

MS Dhoni net worth crosses 1 thousand crore, take a look at his asset | Sangbad Pratidin

আরও একটা আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন ধোনি। ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:July 8, 2023 5:24 pm
  • Updated:July 8, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আড়াই বছর আগে। শুধু আইপিএলের সময় তাঁকে মাঠে দেখা যায়। তা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্র্যান্ড ভ্যালু এখনও অমলিন। তাঁর জন্মদিনের পরেই প্রকাশ্যে এসেছে ক্যাপ্টেন কুলের সম্পত্তির পরিমাণ। হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক তিনি। খেলার পাশাপাশি ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত মাহি। এছাড়াও তাঁর গাড়ি ও বাইকের সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ১০৪০ কোটি বলেই দাবি একটি সংস্থার।

শুক্রবারই ৪২ বছরে পা দিয়েছেন ধোনি। তারপরেই প্রকাশ্যে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে বার্ষিক ১২ কোটি টাকা পান তিনি। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট পিছু ১-২ কোটি টাকা আয় হয় ধোনির। এছাড়াও ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন মাহি। প্রতি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে ৪-৬ কোটি টাকা আয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ‘না টায়ার্ড হু, না রিটায়ার্ড হু’, অবসর জল্পনা ওড়াতে বাজপেয়ীর উদ্ধৃতিই অস্ত্র শরদ পওয়ারের]

ক্যাপ্টেন কুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকাও বেশ দীর্ঘ। রাঁচিতে তাঁর বিশাল বাগানবাড়ি রয়েছে। তাছাড়াও ধোনির বাইক প্রীতির কথাও তাঁর ভক্তদের অজানা নয়। তাঁর গ্যারাজে রয়েছে নানা ধরনের বাইক। তার মধ্যে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ২, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, দুকাটি, নর্টনের মতো বিখ্যাত বাইক। তাছাড়াও পোর্শে ৯১১, অডি, মার্সিডিজ, রেঞ্জ রোভার,মিৎসুবিশি পায়েরোর মতো বিলাসবহুল গাড়িও রয়েছে মহেন্দ্র সিং ধোনির গ্যারাজে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। দেশকে তিনটি আইসিসি ট্রফি দেওয়ার পাশাপাশি প্রচুর সিরিজ জিতেছেন। প্রথমবার ভারতকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গিয়েছেন। তবে ২০২০ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। কেরিয়ার একেবারে শেষ হয়ে গেলেও, এখনও মাহিকে ভুলতে পারেনি ক্রিকেটমহল। বিজ্ঞাপন থেকে শুরু করে খেলার মাঠ- ধোনিকে দেখতেই এখনও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা।

[আরও পড়ুন: এক ঘণ্টাতেই শেষ ভোট, বন্ধ ব্যালট বাক্স! ইসলামপুরে ভোটারদের ফেরানো হল বাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement