Advertisement
Advertisement
ধোনি

ওয়ানডে থেকেও অবসর নেবেন ধোনি! শাস্ত্রীর দাবিতে বাড়ল জল্পনা

ধোনির সঙ্গে নাকি কথা হয়েছে ভারতীয় দলের হেড কোচের।

MS Dhoni may retire from ODI, hints Team India coach Shastri
Published by: Subhamay Mandal
  • Posted:January 10, 2020 10:05 am
  • Updated:January 10, 2020 10:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে তিনি এখন চলমান প্রহেলিকা। ইংল্যান্ডে বিশ্বকাপের পর দেশের জার্সিতে আর তিনি নামেননি। কখনও সেনাবাহিনীতে যোগ দেবেন বলে ছুটি নিয়েছেন ক্রিকেট থেকে, কখনও তাঁকে দেশের মাঠে সীমিত ওভারের সিরিজের টিমে রাখা হয়নি। টেস্ট ক্রিকেট তিনি ছেড়ে দিয়েছেন বহু দিন। খেলতেন শুধু ওয়ান ডে আর টি-টোয়েন্টি। কিন্তু সেটাও আর খেলবেন কি না, কেউ জানে না। জানে না খেললেও কবে খেলবেন।

সেই মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বলে দিলেন, টি-টোয়েন্টি চালিয়ে যাবেন ধোনি। কিন্তু ওয়ানডে কেরিয়ারে খুব দ্রুতই হয়তো সমাপ্তি ঘটিয়ে দেবেন! ‘‘আমার কথা হয়েছে এমএসের সঙ্গে। টেস্ট ছেড়ে দিয়েছে। এবার হয়তো ওয়ান ডে-ও ছেড়ে দেবে,’’ বৃহস্পতিবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন শাস্ত্রী। সঙ্গে যোগ করেছেন, ‘‘লোকের বোঝা উচিত ধোনি ক্রিকেটের সব ফর্ম্যাট দীর্ঘদিন ধরে খেলে গিয়েছে। কিন্তু এখন ওর যা বয়স, তাতে শুধু হয়তো একটা ফর্ম্যাটই খেলতে চাইবে। টি-টোয়েন্টি। আর সে জন্য ধোনিকে আবার খেলা শুরু করতে হবে। কারণ আইপিএল আছে সামনে। ওর শরীর কী অবস্থায়, তখন সেটাও পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

[আরও পড়ুন: IPL শুরুর আগেই অ্যাকশন বিতর্কে নির্বাসিত কেকেআর তারকা, চিন্তায় নাইট শিবির]

শাস্ত্রী প্রকারান্তরে সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টিমে ঢোকার ব্যাপারে ধোনি এখনও বর্তমান কিপার-ব্যাটসম্যান প্রতিদ্বন্দ্বী। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি-দু’টো ফর্ম্যাটেই এখন ভারতের কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলছেন ঋষভ পন্থ। কিন্তু তাঁর পারফরম্যান্স মোটেও আশাবাদী হওয়ার মতো নয়। ক্রিকেটমহলে এখনও একটা সংশয় ঘোরাফেরা করছে যে, সত্যি সত্যিই তিনি ধোনির উত্তরসুরি কি না? ঋষভকে বিশ্বকাপ নিয়ে যাওয়া ঠিক হবে কি না? শাস্ত্রী আগেও বলেছিলেন যে, মহেন্দ্র ধোনির টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা অনেকটাই নির্ভর করে থাকবে আইপিএলের উপর। এবারও প্রায় একই সুর প্রতিধ্বনিত হয়েছে ভারতীয় কোচের গলায়।

‘‘ধোনিকে যতটুকু চিনি বা জানি, তাতে জোর করে নিজেকে ও টিমের উপর চাপিয়ে দেবে না। এখন থেকে ও শুধু টি-টোয়েন্টিই খেলবে, আর সেটা হলে আইপিএল তো অবশ্যই খেলবে। আর আইপিএল যদি ধোনির দারুণ যায়, কী হবে কে বলতে পারে?’’ বলে দিয়েছেন শাস্ত্রী। যাঁর যুক্তি হল, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মহাযজ্ঞে ফর্ম এবং অভিজ্ঞতা টিমের দু’টোই দরকার। ‘‘আমরা এমন ক্রিকেটার চাই, যার ফর্ম এবং অভিজ্ঞতা দু’টোই আছে। ব্যাটিং লাইন আপে পাঁচ বা ছ’নম্বরে সে নামবে। এবার ধোনি যদি আইপিএলে ভাল খেলতে পারে, তা হলে অবশ্যই ও টিমের ঢোকার দাবিদার,’’ জুড়ে দিয়েছেন শাস্ত্রী।

একই সঙ্গে আইসিসির চার দিনের টেস্টের ভাবনাকেও একহাত নিয়েছেন ভারতীয় কোচ। বলে দিয়েছেন যে, টেস্ট ম্যাচকে চার দিনের করা সম্পূর্ণ যুক্তিহীন। ‘‘এ জিনিস চলতে থাকলে তো এরপর সীমিত ওভারের টেস্ট ম্যাচও হবে! টেস্ট ক্রিকেটে হাত দেওয়াই উচিত নয়। আর হাত দিতেই যদি হয়, তা হলে বিশ্বের প্রথম ছ’টা টিম পাঁচ দিনের টেস্ট খেলুক। বাকি ছ’টা টিম খেলুক চার দিনের টেস্ট। টেস্ট ক্রিকেটকে যদি বাঁচাতে হয়, তা হলে বিশ্বের প্রথম ছ’টা টিমের মধ্যে টেস্ট ম্যাচ আরও বেশি করে আয়োজন করা জরুরি।’’

[আরও পড়ুন: হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকনোর ছবি ভাইরাল, গুয়াহাটির মাঠের রিপোর্টের অপেক্ষায় বোর্ড]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement