রোহিত শর্মা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ দলে ঋষভ পন্থের জায়গা পাকা। কিন্তু ব্যাক আপ উইকেট কিপার কে?
নির্বাচকদের কাজটা প্রবল কঠিন। দ্বিতীয় উইকেট কিপারের জন্য লড়াইয়ে রয়েছেন একাধিক ক্রিকেটার। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, লোকেশ রাহুলের মধ্যে শেষ ল্যাপে জিতবে কে?
দৌড় থেকে ছিটকে যাননি দীনেশ কার্তিকও। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেন তিনি। ভারতীয় দলের রিমোট কন্ট্রোল যাঁর হাতে থাকবে, সেই রোহিত শর্মাও (Rohit Sharma) কার্তিকের মারমুখী ইনিংসের প্রশংসা করেছেন।
অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে চার বলে ২০ রান করে ধোনিও চমকে দেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেন রোহিত শর্মাকে–কার্তিক আর ধোনিকেও (MS Dhoni) তো বিশ্বকাপ দলে নিতে পারো?
অজি উইকেট কিপারের প্রশ্নের জবাবে হিটম্যান বলেন, ”ধোনির থেকে কার্তিককে বোঝানো অনেক সহজ।” রোহিত জানান, বিশ্বকাপের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন ধোনিও। মার্কিন মুলুকে গলফ খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
কেরিয়ারের এই শেষ বেলায় কার্তিকও কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি থাকবেন? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই প্রসঙ্গে হিটম্যান বলেন, ”ওর ইনিংস আমাকে মুগ্ধ করেছে। দুদিন আগে দারুণ ইনিংস খেলেছে দীনেশ। ধোনি চার বলে ২০ রান করে নজর কেড়েছে। ওই ২০ রানই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।”
Rohit Sharma (on Club Prairie Fire):
“It’ll be hard to convince MS Dhoni for the World Cup, DK will be easier to convince”. 😂👌 pic.twitter.com/O5ozBqayYN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.