Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

ধোনি রিহ্যাবে! সিনেমার স্ক্রিনিংয়ে গিয়ে ক্যাপ্টেন কুল নিয়ে বড়সড় আপডেট দিলেন সাক্ষী

দেখুন ভাইরাল হওয়া ভিডিওটি।

MS Dhoni is in rehab, he is recovering, confirms Sakshi Dhoni | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 28, 2023 7:22 pm
  • Updated:July 28, 2023 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ হওয়ার পর গত জুনে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। এখন কেমন আছেন তিনি? আপডেট দিলেন খোদ ধোনিপত্নী সাক্ষী।

দক্ষিণী ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন ধোনি (MS Dhoni)। শুক্রবারই মুক্তি পেয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা LGM (লেট’স গেট মেরেড)। তারই স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সাক্ষী ধোনি। সেখানকারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সিঁড়ির উপর দাঁড়িয়ে সাক্ষী। অনেকেই জানতে চাইছেন ধোনি এখন কেমন আছেন? তারই উত্তরে ধোনিজায়া জানান, “ধোনি ভাই সুস্থ হয়ে উঠছেন। আপাতত তিনি রিহ্যাবে রয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: কপালে তিলক পরে স্কুলে হাজির পড়ুয়া, দুই সম্প্রদায়ের উত্তেজনায় উত্তপ্ত রাজস্থান]

গোটা আইপিএলে (IPL 2023) বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন ধোনি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি। যদিও উইকেটের মাঝামাঝি দৌড়নোর সময় তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। হাঁটুতে আঘাতের অস্বস্তি এড়াতে অনেক সময় তাঁকে দেখা গিয়েছে শেষ মুহূর্তে ব্যাট করতে নামতে। আইপিএলে চেন্নাই সুপার কিংস জয়ের পরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, ফিট থাকলে আরও একটা মরশুম সমর্থকদের উপহার দিতে চান।

খেলা চালিয়ে যেতেই হয়তো হাঁটুর চোট নিয়ে ভাবা শুরু করেন ধোনি। এরপরই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর তাঁর হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার সফলভাবে মিটে যাওয়ার কিছুক্ষণ পরই তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হয়। তবে সম্পূর্ণ ফিট হতে যে তিনি আপাতত রিহ্যাবে, এবার সে কথাই জানালেন সাক্ষী। দ্রুত সুস্থ হয়ে উঠুন ক্যাপ্টেন কুল, এমনটাই প্রার্থনা ‘থালাইভা’র অনুরাগীদের।

[আরও পড়ুন: আসানসোল থেকে দিল্লির আদালত, অনুব্রতর মামলা স্থানান্তরের আরজি ED’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement