Advertisement
Advertisement
ধোনি-রঘুবর

ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ধোনি! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও

নেটদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে।

MS Dhoni is a footballer, claims Jharkhand CM Raghubar Das
Published by: Sulaya Singha
  • Posted:November 2, 2019 9:30 am
  • Updated:November 2, 2019 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি। নামটাই যথেষ্ট। আট থেকে আশি- ধোনির পরিচয় জানেন না, গোটা দেশে এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। শুধু দেশ কেন, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত। তাই তো ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এমনকী জনপ্রিয়তার নিরিখে বিরাট কোহলি-শচীন তেণ্ডুলকরকেও পিছনে ফেলে দিয়েছেন জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু অবাক কাণ্ড। ধোনির পরিচয় নাকি জানেন না তাঁরই রাজ্যের মুখ্যমন্ত্রী! বিশ্বাস হচ্ছে না? নিচের ভিডিওটি দেখলে নিশ্চয়ই হবে। কারণ একটি জনসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বেশ জোর গলাতেই বলছেন যে ধোনি একজন ফুটবলার।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মিম ভিডিও। যেখানে বেশ স্পষ্টভাষাতেই রঘুবর দাসকে বলতে শোনা যাচ্ছে, ফুটবল খেলে গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন ধোনি। রাজ্যের ছেলেকে নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। ভিডিওতে মুখ্যমন্ত্রী বলছেন, “ফুটবলে যেভাবে ধোনি গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমার স্বপ্ন, আমাদের রাজ্যের বাকি বাচ্চারাও একইভাবে গোটা দুনিয়ায় ফুটবল খেলে খ্যাতি পাবে।” ভিডিওটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন অনেকেই। প্রশ্ন ওঠে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এমন মূর্খের মতো মন্তব্য করেন তিনি? জনসভায় ভাষণ দেওয়ার আগে অনেকে তাঁকে হোমওয়ার্ক করার পরামর্শও দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনে চোট রোহিতের, চিন্তায় ভারতীয় শিবির]

ক্রিকেটপ্রেমীরা ভালবেসে ধোনিকে রাঁচির রাজপুত্র বলে ডাকেন। বর্তমানে ভারতীয় দলে না থেকেও তিনি সবসময় চর্চায় রয়েছেন। তাঁর অনুরাগীরা চান না, অদূর ভবিষ্যতে ক্রিকেটকে বিদায় জানান ক্যাপ্টেন কুল। যাঁর প্রতিভায় মুগ্ধ গোটা বিশ্ব, সেই ক্রিকেটারকেই নাকি একঝটকায় ফুটবলার বানিয়ে দিলেন মু্খ্যমন্ত্রী! হায় রে, এমন ভাষণ ভাগ্যিস ধোনিকে শুনতে হয়নি। তিনি যদিও এসব নিয়ে কখনওই মাথা ঘামান না। তবে তাঁর হয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন তাঁর অগণিত ভক্তরাই।

[আরও পড়ুন: ইডেনে দিনরাতের টেস্টে আমন্ত্রিত মোদি-মমতা-হাসিনা, টিকিটেও থাকছে চমক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement