Advertisement
Advertisement

পরের আইপিএলেও দেখা যাবে ধোনি-ধামাকা! ইঙ্গিত দিলেন মাহি নিজেই

এক হাসিতেই মাহি যেন বুঝিয়েই দিলেন, খেলা এখনও বাকি। 

MS Dhoni hints its not his last IPL Season | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 3, 2023 4:22 pm
  • Updated:May 3, 2023 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই অবসর নয়! আইপিএলে ফের দেখা যাবে ধোনি ধামাকা! বুধবার সেই ইঙ্গিত দিয়ে দিলেন খোদ মহেন্দ্র সিং ধোনিই। লখনউ ম্যাচের টসের সময় সঞ্চালককে মাহি বলে দিলেন, “আমার অবসর নিয়ে সবকিছু আপনারাই ঠিক করে ফেলেছেন দেখছি।” তারপরই রহস্যময় হাসি। যার অর্থ বোঝা খুব একটা কঠিন নয়।


‘ডেফিনেটলি নট’। ২০২২ আইপিএলের শেষ ম্যাচে ধোনির এই বলা দুটি শব্দ কোটি কোটি চেন্নাই সুপার কিংস ভক্তের ধড়ে যেন প্রাণ এনে দিয়েছিল। প্রিয় ‘থালা’কে অন্তত আরও একবছর হলুদ জার্সিতে দেখা যাবে, এই ভাবনা আশ্বস্ত করেছিল সিএসকে এবং ধোনির কোটি কোটি ভক্তকে। বস্তুত গত আইপিএলে সেটাই ছিল চেন্নাই সমর্থকদের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। চলতি আইপিএলের (IPL 2023) সেই মুহূর্তটি সম্ভবত চলে এল লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম সিএসকে ম্যাচে।

[আরও পড়ুন: নারদা গাম হত্যা: সুপ্রিম নির্দেশে গঠিত সিটের তদন্তে অসঙ্গতি! তিরস্কার বিশেষ আদালতের]

অনেকেই মনে করছেন এবারের টুর্নামেন্টই তাঁর শেষ। ধোনিকে শেষবারের মতো দেখার জন্য দেশের বিভিন্ন স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন ধোনি-ভক্তরা। ইডেনে যে ছবি দেখা গিয়েছে, যে ছবি দেখা গিয়েছে বিরাট কোহলির চিন্নাস্বামীতে, বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামেও দেখা গেল সেই একই ছবি। একই হলুদ জার্সির ভিড়। যা দেখে সঞ্চালক ড্যানি মরিসন ধোনিকে (MS Dhoni) বলে বসলেন, “তোমার শেষ অনবদ্য সফর কীভাবে উপভোগ করছ?” জবাবে ধোনি বলেন,”আপনারাই তো ঠিক করেছেন এটা আমার শেষ আইপিএল!” সেই সঙ্গে রহস্যময় হাসি দিয়ে মাহি যেন বুঝিয়েই দিলেন, খেলা এখনও বাকি। 

[আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে: সমকামী জুটিদের সামাজিক চাহিদা খতিয়ে দেখতে কমিটি গঠন করবে কেন্দ্র]

মরশুমের শুরু থেকেই গুঞ্জন চলছে এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। কিন্তু ধোনি বরাবরই প্রহেলিকা। এমন ঘটা করে অবসর যে তিনি ঘোষণা করবেন না, সেটা বলে দেওয়ায় যায়। হয়তো কোনও একদিন সবাই চমকে দিয়েই বুটজোড়া তুলে রাখবেন তিনি। কিন্তু বুধবার তাঁর এই মন্তব্য এবং রহস্যময় হাসি আবারও হাসি ফোটালও কোটি কোটি মাহি ভক্তের মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement