Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

আগামী আইপিএলেও চেন্নাই জার্সিতে খেলবেন, কার্যত স্পষ্ট করে দিলেন ধোনি

আগামী আইপিএলের মধ্যেই ৪৪-এ পা দেবেন মাহি।

MS Dhoni hinted that he will return to play in IPL 2025
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2024 5:39 pm
  • Updated:October 26, 2024 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। একপ্রকার নিশ্চিত করে দিলেন ‘থালা’ নিজেই। জানিয়ে দিলেন, আগামী কয়েক বছর ক্রিকেটটাকে উপভোগ করতে চান তিনি। অর্থাৎ এখনই অবসর নয়। 

চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের দুনিয়ায় যেন একে-অপরের পরিপূরক। সিএসকের জন্মলগ্ন থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত তিনি। চেন্নাই সুপার কিংস সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন ‘থালা’। যার তামিল অর্থ নেতা। আক্ষরিক অর্থেই ধোনি সিএসকের নেতা। তিনি নামলে ফের উচ্ছ্বসিত হয়ে উঠবে চিপক-সহ ভারতের অন্যান্য স্টেডিয়ামও। সেই দিকেই তাকিয়ে থাকছেন ভক্তরা। সব ঠিক থাকলে অন্তত আরও একটা বছর ক্রিকেট মাঠে দেখা যাবে তাঁকে। ফের হেলিকপ্টার শটে বোলারকে বাউন্ডারির বাইরে ফেলবেন।

Advertisement

এক বিজ্ঞপনী প্রচারে গিয়ে ধোনি বলছেন, “আমি শেষ যে কটা বছর ক্রিকেটটা খেলতে পারছি, সেই বছরগুলি উপভোগ করতে চাই। তুমি যখন পেশাদার ক্রিকেটে খেলো, তখন খেলাটা উপভোগ করা কঠিন হয়ে যায়। কিন্তু আমি খেলাটাকে উপভোগ করতেই চাই। আগামী কয়েক বছর খেলাটা উপভোগ করাই আমার উদ্দেশ্য।” সমর্থকদের সঙ্গে তাঁর যে আত্মিক যোগ তৈরি হয়েছে সেটাও এদিন একবাক্যে মেনে নিয়েছেন ক্যাপ্টেন কুল। ধোনি বলছেন, “বলতেই হবে, আমার ফ্যানেরা অনবদ্য। তাঁরা যে কোনও কিছু আমার পক্ষে ঘুরিয়ে দেয়। অনেক বিষয়ে আমাকে মুখও খুলতে হয় না। আমি আপাতত শুধু চুপচাপ নিজের জীবনটা উপভোগ করছি, আর ভালো ক্রিকেট খেলতে চাইছি।”

এখন তাঁর বয়স ৪৩। আগামী আইপিএলের মধ্যেই ৪৪-এ পা দেবেন মাহি। গত মরশুমেও তাঁর ব্যাট থেকে আগুন ছুটেছে। কিন্তু সেই আনন্দের সঙ্গে কোথাও গিয়ে একটা আশঙ্কাও ছিল। আর কতদিন আইপিএলের মঞ্চে দেখা যাবে তাঁকে? আদৌ আগামী বছরের আইপিএলে খেলবেন কিনা? কিন্তু মহাসমারোহে ফের হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে। সেটা মাহির বক্তব্যেই স্পষ্ট। সিএসকে আগেই জানিয়ে দিয়েছে, ধোনিকে রিটেইন করা হবে। বিসিসিআই নতুন যে নিয়ম এনেছে তাতে ধোনিকে ধরা হবে ‘আনক্যাপড’ হিসাবে। সেক্ষেত্রে ৪ কোটি টাকাতেই রিটেইন করা হবে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement