সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেই মাথা ঠান্ডা রেখে ম্যাচ জেতাতে পারেন। শত্রুর চোখে চোখ রেখে বাইশ গজে দাপট দেখাতে পারেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ক্রিকেটের দুনিয়ার যেমন মানুষের মন জয় করে নিতে পারেন, তেমনই ডান্স ফ্লোরে দেখাতে পারেন কেরামতি। তাও আবার ব়্যাপার বাদশার গানে।
সোশ্যাল মিডিয়ায় ধোনি ও পাণ্ডিয়ার নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে আবার হার্দিকের ভাই ক্রুণাল পাণ্ডিয়াও রয়েছেন। শোনা গিয়েছে, দুবাইয়ের এক পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ধোনি। একই পার্টিতে ছিলেন হার্দিক ও ক্রুণাল। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
একটি নয়, দু’টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। একটিতে ধোনি, হার্দিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইশান কিষণকেও নাচতে দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে, বেশ খোশমেজাজে ছিলেন তারকারা। গোটা পার্টির নজর তাঁদের দিকেই ছিল।
View this post on Instagram
এমন দৃশ্য আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে। তা আবার লাল আলোর আবহে। সেখানে সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ (Baar Baar Dekho) সিনেমার ‘কালা চশমা’ গানটি গাইছিলেন বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশা (Badshah)। তাঁর সঙ্গে দিব্যি কণ্ঠ মেলান মাহি-হার্দিকরা।
Kala Chasma ft. the finishers!
@msdhoni @hardikpandya7 #Dhoni pic.twitter.com/O7jACWMoCn
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 27, 2022
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘বার বার দেখো’। সিনেমা হিট না হলেও তার ‘কালা চশমা’ গানটি বেশ জনপ্রিয় হয়। এখনও পার্টি কিংবা অন্যান্য অনুষ্ঠানে গানটি শোনা যায়। সেই গানেই দিব্য নাচলেন ক্রিকেটের তারকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.