Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

ধোনির নাম ব্যবহার করে চলছে ক্রিকেট অ্যাকাডেমি, বড়সড় প্রতারণার শিকার ক্যাপ্টেন কুল

গ্রেপ্তার ধোনির প্রাক্তন বিজনেস পার্টনার।

MS Dhoni complained against ex business partner, gets him arrested

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 11, 2024 12:47 pm
  • Updated:April 11, 2024 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রাক্তন বিজনেস পার্টনার। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ধোনি নিজেই। প্রাক্তন ভারতীয় অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট অ্যাকাডেমি খোলার অভিযোগ উঠেছিল ধোনির প্রাক্তন ব্যবসার পার্টনারের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিহির দিবাকর। আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট নামে এক সংস্থার কর্তা তিনি। বেশ কয়েক বছর আগে ধোনির সঙ্গে তাঁর সংস্থার চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, দেশে-বিদেশে ধোনির নামে ক্রিকেট অ্যাকাডেমি স্থাপন করবে আর্কা স্পোর্টস। সেই অ্যাকাডেমির লভ্যাংশ আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে চুক্তি অনুযায়ী। কিন্তু এই চুক্তির শর্ত কোনওটাই মানা হয়নি বলে অভিযোগ দায়ের করেন ধোনি।

Advertisement

[আরও পড়ুন: হার্দিক এবং ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার তাঁদেরই সৎভাই]

মিহির ছাড়াও সৌম্য দাস নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারকা ক্রিকেটারের অভিযোগ, আর্কা স্পোর্টসের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হয় ২০২১ সালের ১৫ আগস্ট। কিন্তু তার পরেও ধোনির নাম নিয়ে একের পর এক ক্রিকেট অ্যাকাডেমি স্থাপন করেছে সংস্থাটি। ভারতে এবং বিদেশে ধোনির নামাঙ্কিত স্পোর্টস কমপ্লেক্স তৈরি হলেও সেই ব্যাপারে বিন্দুবিসর্গ জানতেন না তারকা ক্রিকেটার। এমনকি চুক্তিতে উল্লিখিত অর্থও ধোনিকে দেওয়া হয়নি। অন্তত ১৫ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি। 

পুরো বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ধোনির আইনজীবী। রাঁচির জেলা আদালতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই অভিযুক্ত এবং তাঁদের সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার পরেই মঙ্গলবার জয়পুরে পুলিশের জালে ধরা পড়েন মিহির দিবাকর। আপাতত জয়পুর পুলিশের হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আরেক অভিযুক্ত সৌম্যর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

[আরও পড়ুন: উড়ানে মদ্যপান, ‘অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে’ নির্দেশিকা DGCA-র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement