Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

বন্ধুর বার্থডে পার্টিতে ধোনি, কেক মাখিয়ে চলল সেলিব্রেশন! দেখুন ভিডিও

যেভাবে প্রত্যেকের সঙ্গে মিশে গিয়েছেন ধোনি, তা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

MS Dhoni celebrates friend's birthday party, watch video | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 12, 2023 4:24 pm
  • Updated:December 12, 2023 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় মহেন্দ্র সিং ধোনি? কীভাবে সময় কাটাচ্ছেন? আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এ কৌতূহল মেটেনি অনুরাগীদের। আইপিএল যত এগিয়ে আসে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ততই বাড়ে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আর ভক্তদের কৌতূহল মিটিয়ে আবারও প্রকাশ্যে ধোনি। তবে মাঠে নয়, মাঠের বাইরে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।

সম্প্রতি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই সেলিব্রেশনের ভিডিও। যাঁর জন্মদিন, তাঁর পরিবারের লোকজনের পাশেই কালো ফুল-স্লিভ টি-শার্টে ছিলেন ধোনিও (MS Dhoni)। টি-শার্টের হাতায় উঁকি মারছে ভারতের পতাকা। ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটার পর অনেককে কেক খাইয়ে দিচ্ছেন ধোনির বন্ধু। ধোনিকে খাওয়াতে গেলেই তিনি বলছেন, অন্যদের আগে খাওয়াতে। এরপর বন্ধুকে পিছন থেকে জাপটে ধরেন মাহি। সামনের জনকে বলেন বন্ধুর মুখে কেক মাখিয়ে দিতে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক আগামী সপ্তাহেই]

সুমিত কুমার বাজাজ নামের ইউজার ইনস্টাগ্রামে (Instagram) ভিডিওটি শেয়ার করতেই লাইকের বন্যা বইছে। যেভাবে প্রত্যেকের সঙ্গে মিশে গিয়েছেন ধোনি, তা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। নেটিজেনদের অনেকেই বলছেন, ওই ব্যক্তির যেন স্বপ্নপূরণ হল। আরেক নেটিজেন আবার এমন সুন্দর দৃশ্য দেখে খানিক হিংসাই হচ্ছে। অন্য এক ভক্তের আক্ষেপ, তাঁর জন্মদিনেও যদি এভাবে ধোনিকে পাওয়া যেন, কী ভালোই না হত।

উল্লেখ্য, আগামী বছর আইপিএলেও খেলতে দেখা যাবে ধোনিকে। চেন্নাইয়ের জার্সি গায়ে নেতৃত্বও দেওয়ার কথা তাঁর। হয়তো এটাই ধোনির শেষ আইপিএল। তাই আরও একবার ধোনি ধামাকা দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: ‘বাংলো ছাড়ুন মহুয়া’, কেন্দ্রকে চিঠি সংসদের আবাসন কমিটির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement