Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni IPL Dwayne Bravo

ব্যাটিং অর্ডারে এত নিচে কেন ধোনি? কারণ জানালেন ডোয়েন ব্রাভো

কী বললেন ক্যারিবিয়ান তারকা?

MS Dhoni bats lower down the order, Dwayne Bravo explains the reason । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 28, 2023 3:40 pm
  • Updated:April 28, 2023 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামছেন না কেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? এই প্রশ্ন অনেকেরই। যার জবাব দিয়েছেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্রাভো। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে (CSK) খেলেছেন ক্যারিবিয়ান তারকা। ব্যাটিং অর্ডারে ধোনির নিজেকে নামিয়ে আনার কারণ পরিষ্কার করলেন ডোয়েন ব্রাভো (Dwayne Bravo)।

আইপিএলের আগের মরশুমগুলোয় দেখা গিয়েছে ধোনি পাঁচ নম্বরে ব্যাট করছেন। এবারের টুর্নামেন্টে নিজেকে আরও কিছুটা নামিয়েছেন তিনি। সাত নম্বরের উপরে তাঁকে ব্যাট করতে দেখা যায়নি চলতি টুর্নামেন্টে। বেশিরভাগ ম্যাচগুলোয় খুব বেশি বল খেলতে হয়নি ধোনিকে। বরং শিভম দুবে, অজিঙ্কে রাহানে ও রবীন্দ্র জাদেজা ভাল ফর্মে থাকায় তাঁদের ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানো হয়েছে। ফিনিশারের ভূমিকায় ধোনি সন্তুষ্ট।

Advertisement

[আরও পড়ুন: ‘কয়েকবছর ধরেই ধারাবাহিক নয় রোহিত’, এবার হিটম্যানের সমালোচনায় ওয়াটসন]

ক্যারিবিয়ান তারকা ব্রাভো বলছেন, ”ধোনির থেকে উপরে ব্যাটিং করছে প্রত্যেকেই। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নিজেকে নামিয়ে এনে দায়িত্ব সহকারে ব্যাটিং করছে ধোনি। কারণ জাদেজা, রায়ুডু এবং দুবেকে যত বেশি সম্ভব সুযোগ দিতে চাইছে ধোনি। ধোনি নিজে ফিনিশারের ভূমিকা পালন করছে। আর এতেই ও সন্তুষ্ট।”

বৃহস্পতিবার সিএসকে-কে হারানোর ফলে রাজস্থান রয়্যালস পৌঁছে গিয়েছে পয়েন্ট তালিকায় এক নম্বরে। রাজস্থান রয়্যালস-ম্যাচের আগে পর্যন্ত চেন্নাই সুপার কিংস একনম্বর স্থানে ছিল। কিন্তু জয়পুরে ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের অবস্থানে পরিবর্তন হয়। একনম্বর স্থানে রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্স দুইয়ে। সিএসকে নেমে যায় তিনে। চেন্নাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রান করেন ধোনি। সিএসকে অধিনায়কের এখনও পর্যন্ত এটাই উল্লেখযোগ্য ইনিংস। ধোনি চটজলদি রান করলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচ চেন্নাই সুপার কিংস হেরে যায় তিন রানে। জয়পুরের ফিরতি ম্যাচে বৃহস্পতিবার ৩২ রানে ম্যাচ হারে সিএসকে। ধোনি কিন্তু জয়পুরে ব্যাট করতে নামেননি। 

[আরও পড়ুন: জয়পুরে মহাকাব্যিক ১৮৩ বদলে দিয়েছিল ধোনির জীবন, স্মৃতি রোমন্থনে চেন্নাই অধিনায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement