Advertisement
Advertisement

Breaking News

Mahendra Singh Dhoni

দ্বিতীয়বার বাবা হচ্ছেন ধোনি! রায়নার স্ত্রীর মন্তব্যে তুঙ্গে জল্পনা

ধোনির স্ত্রী সাক্ষী নাকি চারমাসের অন্তঃসত্ত্বা?

MS Dhoni and Sakshi all set to become parents in 2022 | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 16, 2021 1:52 pm
  • Updated:October 16, 2021 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থবার আইপিএল (IPL 2021) জিতেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। শুক্রবার রাত থেকেই আনন্দে আত্মহারা প্রাক্তন ভারত অধিনায়কের সমর্থকরা। তিনি যে একদমই ফুরিয়ে যাননি, আইপিএল ফাইনাল জিতে সেকথাই ফের প্রমাণ করে দিয়েছেন মাহি। তবে এর পাশাপাশি আরও একটি সুখবর হয়তো আসতে চলেছে ধোনিভক্তদের জন্য।

আইপিএলের ফাইনাল পর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল একটি খবর। ফের বাবা হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি! তাঁর স্ত্রী সাক্ষী ধোনি নাকি চার মাসের অন্তঃসত্ত্বা? হ্যাঁ, সরকারিভাবে ধোনি বা তাঁর পরিবারের কেউ এই প্রসঙ্গে মুখ না খুললেও সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে ধোনির সতীর্থ সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা রায়নাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, সাক্ষী ধোনি চার মাসের অন্তঃসত্ত্বা। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ধোনির পরিবারে নাকি নতুন সদস্য আসছে।

Advertisement

[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত সৌরাষ্ট্রের রনজিজয়ী ব্যাটসম্যান]

আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধোনিভক্তরা। অনেকেই মাহিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘আইপিএল ট্রফি জিতেই স্ত্রী সাক্ষীকে উপহার দিলেন ধোনি’। কেউ আবার লিখেছেন, ‘জুনিয়র ধোনি আসছে…’। অনেকেই আবার ফাইনালের পর মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা ধোনি, সাক্ষী এবং জিভার ছবি শেয়ার করে ধোনিকে অভিনন্দন জানিয়েছেন। তবে এই পুরোটাই এখনও জল্পনা। কারণ ধোনি বা তাঁর পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি।

 

প্রসঙ্গত, ২০১০ সালের জুলাই মাসে সাক্ষীকে বিয়ে করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে জিভা তাঁদের জীবনে আসে। আর সোশ্যাল মিডিয়ায় বাবার মতোই জনপ্রিয় ধোনি কন্যা। এবারের আইপিএলেও বাবার খেলা দেখতে প্রতিটি ম্যাচেই আমিরশাহীর স্টেডিয়ামে উপস্থিত থেকেছে সে।

[আরও পড়ুন: IPL 2021 Final: দুবাইয়ে মাহি ম্যাজিক, দলকে চতুর্থবার ট্রফি জিতিয়ে ৩টি অনন্য রেকর্ড গড়লেন ধোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement