Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

‘বিজ্ঞাপনের শুটিং থাকলে তো যেতেন’, রামমন্দিরে না গিয়ে তোপের মুখে ধোনি-কোহলি-রোহিত

তিন তারকা অযোধ্যায় না যাওয়ায় নেটদুনিয়ায় ওঠে ঝড়।

MS Dhoni along with Rohit Sharma and Virat Kohli faces wrath of Social Media as they did not visit Ayodhya । Sangbad Pratidin

অযোধ্যায় না যাওয়ায় নেটদুনিয়ায় তোপের মুখে তিন তারকা ক্রিকেটার। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 22, 2024 6:52 pm
  • Updated:January 22, 2024 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমন্ত্রিত হয়েও অযোধ্যানগরীতে উপস্থিত থাকতে পারেননি তাঁরা। তার জন্য নেটদুনিয়ায় কটাক্ষের মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেটের তিন তারকাকে।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে দেখা গেল তিন তারকারা কেউই উপস্থিত থাকতে পারেননি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে। 

 

Advertisement

 

[আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় যাননি রোহিত শর্মা, কোথায় গেলেন ভারত অধিনায়ক?]

 

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি। সেই কারণে প্রস্তুতি ক্যাম্প চলছে হায়দরাবাদে। রোহিত শর্মা সেই ক্যাম্পে যোগ দেওয়ার জন্য উপস্থিত থাকতে পারেননি অযোধ্যায়। বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি কী কারণে অযোধ্যায় উপস্থিত থাকতে পারেননি, তা অবশ্য জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে ব্যক্তিগত কারণের জন্য বিরাট কোহলি নামতে পারবেন না প্রথম দুটো টেস্ট ম্যাচে। 

 

আমন্ত্রিত তিন ক্রিকেট তারকার অনুপস্থিতি ভালো ভাবে নেয়নি নেটদুনিয়া। এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ”বিখ্যাত সেলিব্রিটি আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় যাননি।” সবার আগে তিনি নাম রেখেছেন ধোনির। আরেক ভক্ত লিখেছেন, আমন্ত্রণ পেয়েও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য তোমাদের লজ্জিত হওয়া উচিত বিরাট-রোহিত-ধোনির। সোশাল মিডিয়া ব্যবহারকারী আরেক ব্যক্তি লিখেছেন, ”হতশ্রী ব্যবহার ধোনি-বিরাট-রোহিতের। পাঁচ-ছ ঘণ্টাও সময় বের করা গেল না। বিজ্ঞাপন করার সময় হাতে থাকে তোমাদের।” আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী কোহলি আর অনুষ্কার ছবি দিয়ে লিখেছেন, ”বিরাট-অনুষ্কা কি নিজেদের কী মনে করেন?”

[আরও পড়ুন: বছরের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা আইসিসি-র, চারজনই ভারতীয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement