ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে আইপিএলে (IPL) রানের ফোয়ারা। চার-ছক্কার বৃষ্টিতে রোজই তৈরি হচ্ছে কোনও না কোনও রেকর্ড। তখন মুদ্রার উলটো পিঠের ছবি দেখা গেল জাপান (Japan) বনাম মঙ্গোলিয়ার (Mongolia vs Japan) ম্যাচে। এশিয়ার দুই দেশের লড়াইয়ে লজ্জার রেকর্ড তৈরি করল মঙ্গোলিয়া।
ক্রিকেট বিশ্বে দুটি দেশকেই সে অর্থে শক্তিশালী বলে ধরা হয় না। তবু এশিয়ার দেশগুলিতে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। নিজেদের মধ্যে সিরিজও খেলছে দেশগুলি। সেরকমই বেশ কয়েকটি ম্যাচের সিরিজ খেলছে জাপান ও মঙ্গোলিয়া। যার দ্বিতীয় ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। মাত্র ১২ রানে থেমে গেল তাদের ইনিংস। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
জাপানের সানোতে প্রথমে ব্যাট করে আয়োজক দেশ ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। কিন্তু রান তাড়া করতে গিয়ে কোনও প্রতিরোধ তৈরি করতে পারেনি মঙ্গোলিয়া। বরং ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে তারা। ছয়জন ব্যাটার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁদের দলের সর্বোচ্চ স্কোরারের রানসংখ্যা ৪। শেষ পর্যন্ত ৮.২ ওভারে মঙ্গোলিয়া থেমে যায় মাত্র ১২ রানে।
JAPAN WIN 🎌
日本が205ラン差で勝利!
午後の開始時刻が、13:15に変更となりました。Sabo with the bat, Kaz with the ball 👏
Afternoon game start time has been changed to 13:15.🇯🇵 https://t.co/r2hV1kmYsz
🇬🇧 https://t.co/VKdJuKrI1D@mki_press|#japancricket #クリケット #日本代表 pic.twitter.com/9KLjTDy49c— Japan Cricket Association|日本クリケット協会 (@CricketJapan) May 8, 2024
এর আগে ২০২৩ সালে স্পেনের বিরুদ্ধে মাত্র ১০ রান করেছিল আইল অফ ম্যানস। সেটাই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের ইনিংস। দ্বিতীয় স্থানে উঠে এল মঙ্গোলিয়ার নাম। এদিন জাপানের হয়ে বল হাতে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন কাজুমা কাতো। ২০৫ রানে ম্যাচ হারে মঙ্গোলিয়া। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সর্ববৃহৎ রানে হার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.