Advertisement
Advertisement

Breaking News

মোহনবাগান

গাঁটছড়া নিয়ে ফুটবলারদের আশ্বস্ত করলেন বাগান কর্তারা, ডার্বিতে আমন্ত্রণ গোয়েঙ্কাকে

এটিকের ম্যাচে আমন্ত্রিত মোহনবাগান কর্তারা।

Mohun Bagan officials assured footballers about merger with ATK
Published by: Subhajit Mandal
  • Posted:January 18, 2020 11:59 am
  • Updated:January 18, 2020 11:59 am  

স্টাফ রিপোর্টার: ডার্বি নিয়ে আলোচনার ফাঁকেই হঠাৎ করেই মুখ‌্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এটিকের সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া। সামনের মরশুমে ফুটবলারদের কী হবে? ক্লাবের নতুন চুক্তির ফলে তাঁদেরও কি চুক্তি নবীকরণ হবে? এ নিয়ে ফুটবলাররা যে চিন্তিত তা বুঝতে পেরে ডার্বির আগে তড়িঘড়ি কোচ-ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসলেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। শুক্রবার যুবভারতীতে ফুটবলারদের ক্লোজড ডোর প্র্যাকটিস করাচ্ছিলেন কিবু ভিকুনা। প্র্যাকটিস শুরু হওয়ার আগেই আলোচনায় বসেন দেবাশিস দত্ত। মোহনবাগান (Mohun Bagan A.C) ফুটবলারদের তিনি বলেন, কোনও ফুটবলারের মোহনবাগানের নতুন চুক্তি নিয়ে কোনও প্রশ্ন থাকে সরাসরি যেন তাঁকেই জিজ্ঞাসা করা হয়। এটিকের সঙ্গে গাঁটছড়ায় ফুটবলারদের স্বার্থ যেখানে জড়িত সেই অংশটুকুই এ দিন ড্রেসিংরুমে ব‌্যাখ‌্যা করেন দেবাশিস দত্ত। পরে বলছিলেন, ‘‘ফুটবলারদের বললাম নিজেদের সিভিতে আই লিগ জয় রাখাটা যথেষ্ট বড় ব‌্যাপার। আরপিএসজি কর্তাদের সঙ্গে আলোচনায় আমাদের ঠিক হয়েছে যারা যারা ভাল খেলবে নিশ্চয়ই সামনের মরশুমেও থাকবে। নিজেদের প্রমাণ করার তাগিদেই রবিবারের ডার্বি ভাল খেলবে মোহনবাগান ফুটবলাররা।’’

MB
ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে প্র্যাকটিসে গিয়ে ফুটবলারদের উৎসাহিত করেন সহ-সচিব সৃঞ্জয় বোস। উপস্থিত ছিলেন অন‌্যান‌্য কর্তারাও। এ দিন খুব বেশি সমর্থক না থাকলেও দেবাশিস দত্তর দাবি রবিবারের ডার্বিতে রেকর্ড ভিড় হবে। টিকিটের এত চাহিদা যে সবাইকে যোগান দিতে পারছেন না। এমনকী বিভিন্ন ক্লাব ইউনিটকে দেওয়ার জন‌্য আইএফএ-র থেকে যে পরিমাণ টিকিট চাওয়া হয়েছে সেই টিকিটও দিতে পারছে না মোহনবাগান। প্র্যাকটিসের মাঝেই ডার্বির আবহের মধ‌্যে এ দিনও আলোচনায় ঘুরেফিরে আসছিল মোহনবাগান-এটিকের গাঁটছড়া প্রসঙ্গ। দেবাশিস দত্ত বলছিলেন, ‘‘সম্পূর্ণ ভুল ভাবে ব‌্যাখ‌্যা করা হচ্ছে বিষয়টি। ক্লাবের শেয়ার ক্লাবের হাতেই থাকছে। আগে মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে ৯৯ শতাংশ শেয়ার ছিল ক্লাবের। আর ১ শতাংশ শেয়ার ছিল টুটু বোসের। সে রকম কলকাতা গেমস অ‌্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে আরপিএসজির শেয়ার ছিল আশি শতাংশ। বাকি কুড়ি শতাংশ অন‌্যান‌্যদের। গাঁটছড়ার ফলে আমাদের নতুন যে কোম্পানি গঠন হবে তাতে মোহনবাগানও তাদের শেয়ার ছেড়ে দিচ্ছে না। কলকাতা স্পোর্টস অ‌্যান্ড গেমস প্রাইভেট লিমিটেডও তাদের তরফে কোনও শেয়ার ছাড়ছে না। তৃতীয় একটা কোম্পানি গঠন হবে যেখানে আরপিএসজির শেয়ার থাকবে আশি শতাংশ। বাকিটা আমাদের। এই মুহূর্তে যারা সমালোচনা করছেন তারা হয়তো বুঝতে পারছেন না সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরে মোহনবাগান কত দূর চলে যাবে। অতীতে বিজয় মালিয়া আসায় মামলা হয়েছিল। পরে ভুল স্বীকার করেছে। এ বারও সকলে ভুল বুঝতে পারবে।’’

Advertisement

MB

[আরও পড়ুন: জল্পনার অবসান, মে মাসের পরই বন্ধ হচ্ছে ‘কোয়েস ইস্টবেঙ্গল এফসি’]

এদিকে, ঐতিহাসিক গাঁটছড়ার পর আবার সৌহার্দ‌্য বিনিময়ে শুরু হয়ে গেল। আজ আইএসএলে যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে এটিকে ও এফসি গোয়া। যে ম‌্যাচে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার জন‌্য সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বোস ও অর্থসচিব দেবাশিস দত্তকে। আবার রবিবার বাঙালির আবেগের ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ভারতীয় ফুটবলের এই ঐতিহাসিক ম‌্যাচে আবার মোহনবাগান কর্তাদের তরফ থেকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার জন‌্য আমন্ত্রণ জানানো হয়েছে এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement