Advertisement
Advertisement
Mohsin Naqvi

পাকিস্তানের কোনও ক্রিকেট স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়, স্বীকারোক্তি পিসিবি চেয়ারম্যানের

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

Mohsin Naqvi conceded that Pakistan's cricket stadiums need a massive facelift
Published by: Krishanu Mazumder
  • Posted:August 19, 2024 8:17 pm
  • Updated:August 19, 2024 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের কোনও ভেন্যুই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের নয়। একপ্রকার মেনেই নিলেন পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিক মানের মতো তৈরি করাই এখন পিসিবি-র কাছে চ্যালেঞ্জ। নকভি নিজে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজকর্ম দেখভাল করতে গিয়েছিলেন। তবে গোটা স্টেডিয়ামের নবীকরণ করা খুবই কঠিন।
নকভি অবশ্য মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই প্রতিটি স্টেডিয়ামের নবীকরণের কাজ হয়ে যাবে। নকভিকে বলতে শোনা গিয়েছে, ”আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আমাদের স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য। আমাদের কোনও স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের নয়।”
নকভি আশাবাদী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মার্কি ম্যাচগুলো আয়োজিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও হবে গদ্দাফিতে।

[আরও পড়ুন: মহামেডানের মহীতোষ-ইসরাফিল থেকে ভারতের জার্সিতে মণিরুল, ‘জাস্টিসে’র দাবি কলকাতা থেকে নেপালে]

২০২৩ সালের এশিয়া কাপে অনুসৃত হয়েছিল হাইব্রিড মডেল। ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। পাকিস্তানের মাটিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি সেরকমই মডেল অনুসরণ করা হবে? এবিষয়ে অবশ্য পিসিবি কিছু জানায়নি।
৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন ঘটছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

Advertisement

[আরও পড়ুন: দলীপ ট্রফির দলে কেন নেই রোহিত-বিরাট? বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রশ্ন গাভাসকরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement