সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাহিরা শর্মার প্রেমে কি হাবুডুবু মহম্মদ সিরাজ? সম্প্রতি মুম্বইয়ে কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেত্রী মাহিরা শর্মার পড়েছেন সিরাজ। প্রেমের আগুন নাকি জ্বলেছে মাহিরার মনেও। তাঁরা কি ডেট করছেন? সোশাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো গুঞ্জন।
মাহিরা তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। আমি কারও সঙ্গেই ডেট করছি না।’ বলিউডে সদ্য পা দেওয়া এই অভিনেত্রীর পোস্ট সিরাজের পোস্টের ঠিক পরেই। সিরাজ লেখেন, ‘পাপারাজ্জিদের বলব আমার ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক কৌতূহল দেখানো বন্ধ করুন। সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন এসব। এখানেই জল্পনার অবসান হোক।’ যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন সিরাজ। তাই সিরাজ-মাহিরা সম্পর্ক নিয়ে গুঞ্জন শেষ হয়েও হল না শেষ।
‘নাগিন’ ধারাবাহিকে নজর কেড়েছিলেন এই মাহিরা। এর পর ‘কুণ্ডলী ভাগ্য’, ‘বেপনাহ প্যায়ার’ ধারাবাহিকে দর্শকদের মন কেড়ে নেন। বিগ বস-এর ঘরের অন্দরে দারুণ খেলে চমকে দিয়েছিলেন সবাইকে। তারপর থেকেই মাহিরা বেশ জনপ্রিয় বিটাউনে। এমনকী, সোশাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ তিনি।
২০ মার্চ মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মাহিরা যোগদান করেন। সেই সূত্রে গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। যেখানে পাপারাজ্জিরা তাঁকে আইপিএল নিয়ে নানান প্রশ্ন জিজ্ঞেস করে ব্যাপারটা উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁরা প্রশ্ন করে বসেন, ‘আইপিএলের নতুন মরশুম শুরু হচ্ছে। আপনি কার পক্ষে? কোন দলকে সমর্থন করছেন? প্রিয় দল কোনটি?’ উল্লেখ্য, আইপিএলের নিলামে ১২.৫ কোটি টাকায় গুজরাট টাইটান্সের দলে নাম লিখিয়েছেন লড়াকু পেসার মহম্মদ সিরাজ।
মাহিরার প্রতি সিরাজের প্রেমের গুঞ্জন নতুন নয়। প্রথম থেকেই নাকি মাহিরাকে ইনস্টাগ্রামে ফলো করেন সিরাজ। যখনই মাহিরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেন, তখনই টুক করে লাইক পড়ত সিরাজের। এখন দেখার, আইপিএলের ভরা বাজারে এই রগরগে কিস্সা কোন দিকে গড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.