ছবি: দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনিই ছিলেন ভারতীয় পেস বিভাগের ‘নেতা’। ওয়ানডে সিরিজেও তাঁর নেতৃত্বেই নামার কথা ছিল ভারতীয় পেসারদের। কিন্তু টেস্ট সিরিজের পর আচমকা ‘ছুটি’ দিয়ে দেওয়া হল মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। বোর্ড সূত্রের খবর, টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছেন সিরাজও।
বোর্ড সূত্রের খবর, সিরাজের গোড়ালিতে সামান্য চোট আছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আসলে ডানহাতি এই পেসার টানা খেলছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দলে ছিলেন। তার আগে আইপিএলও (IPL 2023) খেলেছেন। সামনে এশিয়া কাপ, অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সব সিরিজ রয়েছে। তাই প্রথমে দলে রাখা হলেও দুই টেস্টের দখল দেখে তাঁকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচকপ্রধান অজিত আগরকর এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজেই। তাঁর সঙ্গে আলোচনা করেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
সিরাজ টি-২০ দলেও নেই। তাই তিনি দেশে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে দেশে ফিরে এসেছেন আর অশ্বিন, কেএস ভরত, অজিঙ্কা রাহানেরাও। এরা সকলেই শুধু টেস্ট দলে ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে এই সিরিজে মহম্মদ শামিকেও (Mohammad Shami) বিশ্রাম দেওয়া হয়েছে। এখন শামি এবং সিরাজের অনুপস্থিতিতে ভারতীয় পেস বিভাগকে অনেকটাই অনভিজ্ঞ দেখাচ্ছে।
এই মুহূর্তে যে পেসাররা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ শার্দূল ঠাকুর। ৩৫ ম্যাচে ৫০ উইকেট রয়েছে তাঁর। বাকি তিন পেসার জয়দেব উনাদকাট, উমরান মালিক এবং মুকেশ কুমার। এদের মধ্যে মুকেশ এক ম্যাচও খেলেননি। সিরাজের অনুপস্থিতিতে মুকেশের অভিষেক হতে পারে। তবে এই সিরিজের জন্য সিরাজের বদলি হিসাবে কোনও বোলার চাইছে না বিসিসিআই। টিম ম্যানেজমেন্ট মনে করছে, তরুণদের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সিরিজ উতরে দেওয়া যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.