Advertisement
Advertisement
মহম্মদ শামি

স্ত্রীর সঙ্গে বিবাদের জের, মার্কিন ভিসা পেতে চূড়ান্ত নাজেহাল শামি

কেন সমস্যায পড়তে হল ভারতীয় পেসারকে?

Mohammed Shami's US visa approved as BCCI intervened

মহম্মদ শামি: ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 27, 2019 11:20 am
  • Updated:July 27, 2019 11:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি ফের শিরোনামে। তবে মাঠের কোনও ঘটনা নয়, এবার ভিসা নাটকের সৌজন্যে খবরে তিনি।

ঘটনাটা কী? সদ্যসমাপ্ত বিশ্বকাপ কাঁপিয়ে আসা পেসারকে (৪ ম্যাচে হ্যাটট্রিক-সহ ১৪ উইকেট) ভিসা দিতে চাননি মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। কারণ শামির স্ত্রী হাসিন জাহান। ভারতীয় পেসারের বিরুদ্ধে যাঁর আদালতে করা মামলার জেরেই শামির আমেরিকা যাওয়া আচমকা অনিশ্চিত হয়ে পড়ে। শেষপর্যন্ত অবশ্য ভারতীয় বোর্ড সিইও রাহুল জোহরির মধ্যস্থতায় ভিসা পান ভারত তথা বাংলার পেসার।

Advertisement

[আরও পড়ুন: ‘ধোনির সুরক্ষার দরকার নেই, ও নিজেই নাগরিকদের রক্ষা করবে’, বললেন সেনাপ্রধান]

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ও ৪ অগাস্ট টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যে কারণে শুক্রবার মুম্বইয়ে কনস্যুলেট জেনারেলের অফিসে ক্রিকেটারদের ভিসার জন্য অ্যাপোয়েন্টমেন্ট করে বিসিসিআই। কিন্তু বায়োমেট্রিক ও ইন্টারভিউর পরেও শামির ভিসা অ্যাপ্লিকেশন খারিজ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের তরফ থেকে বোর্ডকে জানানো হয়, নিয়ম অনুযায়ী এমন একজনকে তারা ভিসা দিতে পারবে না যার বিরুদ্ধে কোর্টে পারিবারিক হিংসা কিংবা ফৌজদারি মামলা চলছে।

দেড় বছর আগে শামির জীবন এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল স্ত্রী হাসিন জাহানের তোলা একের পর এক বিতর্কিত অভিযোগে। ভারতীয় পেসারের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও মানসিক অত্যাচারের মামলা করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। এখনও যে মামলা চলছে। সেই মামলার কারণেই শামির ভিসা প্রথমে বাতিল হয়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন বোর্ড সিইও রাহুল জোহরি। যিনি আশ্বস্ত করেন শামির ঝামেলাটা নিতান্তই পারিবারিক। যা অনেক দিন ধরেই চলছে। এর সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। এছাড়াও তিনি নাকি বলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ ছিলেন শামি। বোর্ডের সিইও কথা দেন বাংলার পেসারকে ঘিরে এমন কোনও ঘটনা ঘটবে না যার জন্য ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খারাপ হয়। বোর্ড সিইওর সঙ্গে কথা বলার পরেই শামিকে মার্কিন মুলুকে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয়।

[আরও পড়ুন: বোর্ডের অন্দরে গুঞ্জন, ক্যারিবিয়ান সফরের পরই চাকরি যাচ্ছে ভারতীয় কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement