Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

‘ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপে খেলেছে শামি’, বিস্ফোরক দাবি তারকা পেসারের সতীর্থর

কবে মাঠে ফিরবেন শামি?

Mohammed Shami took injection during World Cup । Sangbad Pratidin

মহম্মদ শামি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:December 30, 2023 10:55 am
  • Updated:December 30, 2023 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়ালির চোটের জন্য অস্বস্তি ছিল। সেই অস্বস্তি নিয়েই বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপ হয়ে গিয়েছে। এখন একটু একটু করে ঝুলি থেকে বেরোচ্ছে অজানা সব তথ্য।
গোটা বিশ্বকাপেই গোড়ালির অস্বস্তি নিয়ে খেলতে হয়েছিল শামিকে। ডেলিভারি করার সময়ে পা যখন মাটিতে ল্যান্ড করত, তখন প্রবল যন্ত্রণা হত। সেই যন্ত্রণা উপেক্ষা করেই শামি দেশের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছিলেন।
বাংলা দলে ভারতের তারকা পেসারের এক সতীর্থ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ”শামির গোড়ালির চোট দীর্ঘদিনের। অনেকেই জাননে না, বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনই ইঞ্জেকশন নিত। পায়ের যন্ত্রণা নিয়েই গোটা টুর্নামেন্ট খেলেছে।” 

[আরও পড়ুন: ফের আইএফএ বনাম মোহনবাগান, আদালতে যাওয়ার হুমকি সবুজ-মেরুনের]

নাম প্রকাশে অনিচ্ছুক সেই সতীর্থ আরও বলেছেন, ”বয়স যত বাড়বে. ততই চোট সারাতে সময় লাগবে।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নাম ছিল শামির। কিন্তু নির্দিষ্ট সময়ে সেই চোট সারেনি। সেই কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে নেই বাংলার পেসার। প্রথম টেস্টে হতশ্রী হারের পরে শামির পরিবর্ত হিসেবে আবেশ খানের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আবেশ খান এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে খেলছেন তিনি। দ্বিতীয় টেস্টে কেপটাউনে কি দেখা যাবে আবেশ খানকে? সময় এর উত্তর দেবে।

Advertisement

[আরও পড়ুন: ভক্তকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন ধোনি, কিন্তু কেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement