Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

যেন সাক্ষাৎ মসিহা! নৈনিতালে দুর্ঘটনাগ্রস্ত যুবকের প্রাণ বাঁচালেন শামি, দেখুন ভিডিও

টিম ইন্ডিয়ার পেসারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

Mohammed Shami saves a person's life

মহম্মদ শামি: ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:November 26, 2023 9:32 am
  • Updated:November 26, 2023 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে তিনি অপ্রতিরোধ্য। তেমনি মাঠের বাইরেও যে তিনি ‘আদর্শ’, টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি আরও একবার সেটা বুঝিয়ে দিলেন। নৈনিতালে দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের প্রাণ বাঁচালেন শামি (Mohammed Shami)। সেই ভিডিও ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন বিশ্বকাপের সেরা পেসার।

বিশ্বকাপের পর নৈনিতালের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছেন শামি। সেখানেই এক যুবক দুর্ঘটনার মুখে পড়েন। নৈনিতালের (Nainital) হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামির শেয়ার করা ভিডিও দেখে মনে হচ্ছে, ওই যুবকের গাড়ি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাহাড়ের ঝোপে পড়ে যায় এবং ওই যুবক গাড়ির মধ্যে আটকে যান। পরে শামি এবং তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর পরামর্শ আমাদের উজ্জীবিত করবে’, বিশ্বকাপে হেরে জানালেন সূর্য]

নিজের ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছেন শামি। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি পাহাড়ের নিচে ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়েছে৷ আর শামি নিজে এক ব্যক্তির শুশ্রূষা করছেন। পরে শামিই অন্যান্যদের সাহায্যে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠান। ইনস্টাগ্রাম পোস্টে শামি বলছেন, “ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তাঁর গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে বের করে এনেছি।”

[আরও পড়ুন: অভিমন্যু ঈশ্বরণের দাপুটে শতরান, বরোদাকে হেলায় হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে বাংলার দ্বিতীয় জয়]

ইনস্টাগ্রামে শামির শেয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার (Team India) পেসারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। যেভাবে তিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন, সেটা প্রশংসার দাবিও রাখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement