ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার হয়ে রনজি ট্রফিতে খেলেই আবার মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপের মাঝে চোট পেয়েছিলেন। চোট নিয়েই দুরন্ত পারফর্ম করেছিলেন শামি। তারপর চোট সারাতে অপরাশেন করাতে হয়। আপাতত রিহ্যাব-পর্বের প্রায় শেষ পর্যায় চলছে শামির। নেটে বোলিংও শুরু করে দিয়েছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সামনের মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরবেন তারকা পেসার। তবে যা খবর, তাতে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না এই তারকা ভারতীয় পেসার। অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেললেও তাঁকে সব ম্যাচে খেলানো হবে না বলেই শোনা যাচ্ছে। আসলে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মারা। সেখানে পাঁচ টেস্টের সিরিজ। ওই সিরিজে শামিকে কতটা দরকার, সেটা বুঝতে গেলে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।
তাই ঠিক হয়েছে ঘরের মাঠে সব ম্যাচে খেলানো হবে না শামিকে। ১১ অক্টোবর থেকে রনজি শুরু। বাংলা প্রথম ম্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। পরের ম্যাচ ঘরের মাঠে। প্রতিপক্ষ বিহার। ফলে ওই দুটো ম্যাচে শামিকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তাহলে দুটো জিনিস হবে। এক, মাঠে ফেরার পর তাঁর ম্যাচ ফিটনেস দেখে নেওয়া যাবে। দুই, টেস্ট খেলার আগে লাল-বলে প্রস্তুতির সময় পেয়ে যাবেন শামি। তারপর তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে খেলানো হবে। সেটা হলে ওয়ার্কলোড নিয়েও সমস্যা হবে না। মূলত অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.