Advertisement
Advertisement
Mohammed Shami

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বোলিং শুরু করলেন শামি

শামির বোলিং অনুশীলনের ভিডিও ভাইরাল।

Mohammed Shami hits the net and the video goes viral

মহম্মদ শামি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 17, 2024 1:25 pm
  • Updated:July 17, 2024 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছিলেন তিনি। বিশ্বকাপের অব্যবহিত পরে জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন তিনি। ব্যথা কমার ইঞ্জেকশন নিতেন মেগা ইভেন্ট চলাকালীন। সেই মহম্মদ শামি (Mohammed Shami) এবার নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
চলতি বছরের গোড়ার দিকে অস্ত্রোপচার হয় শামির। তার পরে দীর্ঘ আট মাস বিশ্রামে ছিলেন তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ একাধিক সিরিজে নামেননি শামি। 

[আরও পড়ুন: কোপা ফাইনালে মারাত্মক চোট, কবে মাঠে ফিরবেন মেসি?]

অবশেষে শামি নামলেন বোলিং অনুশীলনে। যদিও পুরোদস্তুর রান আপ নিয়ে বোলিং করেননি এই পেসার। অল্প রান আপে বোলিং অনুশীলন শুরু করেছেন শামি।

Advertisement

২০২৩ বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪টি উইকেট নেন শামি। তাঁর আগুনে পেসে ঝলসে যায় প্রতিপক্ষ। আসন্ন শ্রীলঙ্কা সফরেও শামি ফিরতে পারবেন না জাতীয় দলে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেবেন। সেই সিরিজের আগে শামি সুস্থ হয়ে ওঠেন কিনা সেটাই দেখার। আর সুস্থ হয়ে উঠলেও আগের শামিকে কি দেখা যাবে বল হাতে? 

[আরও পড়ুন: দুই বিশ্বজয়ী অধিনায়ক একসঙ্গে, কপিলের পাশে কে এই ক্রিকেটার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement