স্টাফ রিপোর্টার: শুক্রবারই বাংলার হয়ে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর টিম ইন্ডিয়ার তারকা পেসার চলে গিয়েছিলেন এনসিতে রিহ্যাব করতে। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রথমদিকের ম্যাচগুলি খেলেননি। তবে শুক্রবার বিহার ম্যাচে তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে।
এনসিএ সূত্রের খবর, শামি এখন পুরোপুরি ফিট। বল বা ফিল্ডিং করতে আর কোনও অসুবিধা হচ্ছে না তাঁর। শুক্রবার সিডনিতে যখন রোহিত শর্মারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে খেলতে নামবেন, কাকতালীয়ভাবে সেদিনই শামি বাংলার হয়ে ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করবেন। আসলে বর্ডার-গাভাসকর ট্রফিতে না খেললেও দ্রুত ভারতীয় দলে কামব্যাক করাকে পাখির চোখ করছেন শামি। তাঁর নজরে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ৩ ওয়ানডের সিরিজ ভারত খেলবে, সেই সিরিজে দলে ফেরা জরুরি। সেটাও ভালোই জানেন শামি। তাই বাংলার হয়ে বিজয় হাজারে-তে খেলে ফিটনেস নিয়ে সব সংশয় দূর করতে দিতে পারেন টিম ইন্ডিয়ার বোলিং স্তম্ভ।
শামি শেষবার ভারতের হয়ে খেলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। এরপর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন শামি। সেখানে ভালো বল করার পর থেকেই তাঁর অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি। শোনা যাচ্ছে, শামি নিজেও বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলা নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন না। ফলে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ-তে ফেরেন শামি। আপাতত রিহ্যাব করছেন তারকা পেসার।
এনসিএ থেকে তিনি যোগ দিচ্ছেন বঙ্গ শিবিরে। শুক্রবার বিজয় হাজারে-তে তাঁর প্রত্যাবর্তন। একই সঙ্গে জোড়া চ্যালেঞ্জ তাঁর সামনে। ফর্ম এবং ফিটনেস দুটোই প্রমাণ করতে হবে তাঁকে। হাতে সময় বেশি নেই। মাত্র দিন কয়েক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.