মহম্মদ শামি।
স্টাফ রিপোর্টার: অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ড উড়ে যাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোট ইদানীং বেশ ভোগাচ্ছিল টিম ইন্ডিয়ার (Team India) পেসারকে। এর আগে ইংল্যান্ডে গিয়ে ইঞ্জেকশনও নিয়ে এসেছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ফলে একমাত্র রাস্তা ছিল-অস্ত্রোপচার। শোনা গেল, দিন কয়েকের মধ্যেই অস্ত্রোপচার হবে ভারতীয় তারকা পেসারের। তাই ইংল্যান্ড উড়ে যাচ্ছেন তিনি।
আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার খুব একটা সম্ভাবনা নেই। যদিও শামি প্রবলভাবে চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে। গত বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। ভারতের ফাইনাল খেলার নেপথ্যে তাঁর বড়সড় ভূমিকা ছিল। কিন্তু ফাইনালের হারটা যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায়। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা নেই শামির। শোনা গেল, ভারতীয় পেসার ঘনিষ্ঠমহলে বলেছেন, তিনি নিজেও প্রচণ্ড হতাশ। কিন্তু কিছু করারও নেই। কারণ চোট-আঘাতের ব্যাপারটা কারও নিয়ন্ত্রণে থাকে না।
যা শোনা গেল, তাতে চোট সারিয়ে পুরো ফিট হতে কয়েক মাস সময় লেগে যাবে। শামি অবশ্য অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ্যাবটা ইংল্যান্ডেই করবেন বলেই বোর্ড সূত্র মারফত জানা গেল। যা খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা ভারতীয় পেসারের। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে মাঠে ফেরার প্রস্তুতি।
গত বিশ্বকাপে শুরুর দিকে তাঁকে বসে থাকতে হয়েছিল। তবে মাঠে নেমেই নিজেকে ফের প্রমাণ করেছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। সেরা পারফরম্যান্স ছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে কাপ যুদ্ধের পর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। আর এখন শোনা যাচ্ছে তিনি আইপিএলে খেলতে পারবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.