মহম্মদ শামি। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান! ৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন হল মহম্মদ শামির (Mohammed Shami)। রনজি ট্রফিতে বাংলার হয়ে বল হাতে নামলেন তিনি। এই দৃশ্য দেখার জন্যই অপেক্ষা ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে।
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে চুনকামের পর চাপ বেড়েছে গম্ভীর ব্রিগেডের। অথচ সেখানে যে বোলিং লাইন আপ নিয়ে ভারত নামবে, সেখানে বুমরাহ-সিরাজ ছাড়া বাকিরা অনভিজ্ঞ। পারথে প্রথম টেস্টে শামির মতো বোলারের অনুপস্থিতি কি পার্থক্য গড়ে দেবে? আর সেই সঙ্গে এই প্রশ্নও উঠছে বর্ডার গাভাসকর ট্রফিতে কি প্রত্যাবর্তন ঘটতে পারে শামির?
অস্ট্রেলিয়া সফরের দলে তিনি থাকবেন, সেই আশায় বুক বেঁধেছিল ভারতের ক্রিকেটপ্রেমীরা। যদিও ফিট না হওয়ার কারণে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি মহম্মদ শামির। তবে বর্ডার গাভাসকর ট্রফিতে পরের দিকে দলে ঢুকতে পারেন তিনি। নিয়ম অনুয়াযী, চোট থেকে সুস্থ হওয়ার পর জাতীয় দলে ফেরার জন্য কোনও প্লেয়ারকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়। বাংলার হয়ে রনজি ট্রফিতে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল শামির।
ফলে সিরিজের প্রথম দিকে দলে না থাকলেও শামিকে পরের দিকে অস্ট্রেলিয়াগামী বিমানে তুলে দেওয়া হতে পারে। এনসিএ-তে ফিট ছাড়পত্র পেয়েই বাংলার হয়ে নেমেছেন। ফলে ফিটনেস নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। ফিজিও নীতীন প্যাটেলও ইন্দোরে শামির সঙ্গে রয়েছেন। তিনি ভারতীয় পেসারের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ডিসেম্বরের ৬ তারিখ, অ্যাডিলেডে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সেখানে কি দেশের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে শামির? আশায় ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.