Advertisement
Advertisement

Breaking News

Mohammed Shami

সানিয়া মির্জাকে বিয়ে করছেন? মুখ খুললেন মহম্মদ শামি

সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে সানিয়া-শামির বিয়ে নিয়ে জল্পনা চলছে।

Mohammed Shami breaks silence on Sania Mirza marriage rumours

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2024 4:33 pm
  • Updated:July 20, 2024 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি টেনিস তারকা সানিয়া মির্জার স্বামীর আসনে বসতে চলেছেন! সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা। সানিয়া মির্জা এবং মহম্মদ শামিকে জড়িয়ে রসিয়ে চলছে  ‘মিম’বাজি। সেই জল্পনার কথা শুনে এবার তেলেবেগুনে জ্বলে উঠলেন মহম্মদ শামি। ভারতীয় পেসার নেটিজেনদের উপর ফুঁসে উঠে বললেন, “কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর ছড়ানোর আগে আরও ভাবা উচিত।”

Advertisement

সদ্য এক সাক্ষাৎকারে শামি (Mohammad Shami) বলেছেন, “আজব ব্যাপার। জোর জবরদস্তি করেছে। কী আর করা যাবে। ফোন খুলে নিজের ছবিই দেখতে পাই। কিন্তু আমি একটা কথাই বলব, এরকম কারও করা উচিত নয়।” শামির বক্তব্য, “আমি জানি মজার জন্য মিম বানানো হয়। কিন্তু সেটা যদি কারও জীবন সম্পর্কে হয় তাহলে আরও ভেবে বানানো উচিত। আপনি কোনও ভেরিভায়েড পেজ থেকে খবর দিচ্ছেন না। আপনার পরিচয় আমি জানি না। “

[আরও পড়ুন: অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: বক্সিংয়ে নিখাতকে নিয়ে আশায় দেশ]

আসলে চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার (Sania Mirza)। তার পর পাক-ক্রিকেটার আবার বিয়ে করেছেন। তার পরই শোনা যায়, শামির সঙ্গে বিয়ে হতে পারে সানিয়ার। দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেন নেটনাগরিকরা। ভারতীয় দলের তারকা পেসারের বৈবাহিক জীবন বিতর্কে ভরা। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি বিবাহবিচ্ছিন্ন দুই তারকা এবার একসঙ্গে পথ চলবেন?

[আরও পড়ুন: ঋষভ পন্থকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস, জল্পনা ওড়াল ফ্র্যাঞ্চাইজি]

যদিও সানিয়ার বাবা সেই জল্পনা আগেই খারিজ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, দুই তারকার কোনওদিন দেখাই হয়নি। শামিও এবার এই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub