Advertisement
Advertisement

Breaking News

India Practice Match

পূজারাকে শূন্য রানে আউট করে আনন্দে তাঁকেই জড়িয়ে ধরলেন শামি! ভিডিও ভাইরাল

প্রস্তুতি ম্যাচে বিপক্ষ লেস্টারের হয়ে মাঠে নেমেছেন পূজারা।

Mohammad Shami hugs Cheteshwar Pujara after dismissing him for duck | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 24, 2022 6:37 pm
  • Updated:June 24, 2022 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত (India Cricket Team)। সব ক্রিকেটাররা যেন ভালভাবে প্রস্তুতির সুযোগ পান, সেই কারণে বিপক্ষের হয়ে খেলছেন চার ভারতীয় খেলোয়াড়। বৃহস্পতিবার এই ম্যাচ শুরু হওয়ার পরে বেশ কয়েকটি মজার দৃশ্য চোখে পড়েছে। তবে শুক্রবার খেলা শুরুর পরে যে ঘটনা দেখা গেল, তাতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিঃসন্দেহে প্রাণ খুলে হাসতে পেরেছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার খেলা শুরু হওয়ার পরেই। নবম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি (Mohammad Shami)। ব্যাট হাতে তাঁর মুখোমুখি হন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান তিনি। সেলিব্রেট করতে গিয়ে দলের অন্যদের সঙ্গে যোগ না দিয়ে সটান পূজারার পিঠে উঠে পড়েন শামি। জড়িয়েও ধরেন তাঁকে। আউট হয়ে গেলেও এমন কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি পূজারাও (Cheteshwar Pujara)।শূন্য রানে আউট হলেও হাসিমুখেই মাঠ ছাড়েন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা করা হয়েছিল মারাদোনাকে! ৮ চিকিৎসককে কাঠগড়ায় তুলল আদালত]

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দেখা যায় আরও এক মজার দৃশ্য। বল করছিলেন জসপ্রীত বুমরাহ। সেই সময় ভারতের হয়ে ব্যাট করছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। লেস্টারশায়ারের হয়ে উইকেটকিপিং করছিলেন ঋষভ পন্থ। এছাড়াও ওপেনার শুভমন গিলকে ক্যাচ ধরে আউট করেন ঋষভ পন্থ। ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে বিশাল একটি ছয় মারেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট খেলার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ভারত। কিন্তু প্র্যাকটিস ম্যাচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে লড়াই করেন শ্রীকর ভরত। ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতকে সম্মানজনক ২৪৬ রানে পৌঁছে দেন তিনি। জবাবে চার উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলেছে লেস্টার। ৪৭ বলে ৩১ রান করে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। 

[আরও পড়ুন: দেশের হয়ে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ হজ, ভারতের বিরুদ্ধে নেই ইংল্যান্ডের লেগস্পিনার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement