Advertisement
Advertisement
Hardik Pandya

‘নিজেকে ধোনি মনে করতে যেও না’, পাণ্ডিয়ার নেতৃত্ব নিয়ে সমালোচনা পুরনো সতীর্থের

কেন ৭ নম্বরে ব্যাট করতে এলেন হার্দিক, উঠছে প্রশ্ন।

Mohammad Shami Criticized Hardik Pandya's tactic

হার্দিক পাণ্ডিয়া

Published by: Subhankar Patra
  • Posted:March 25, 2024 7:22 pm
  • Updated:March 25, 2024 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচ একেবারেই সুখের হয়নি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। পুরনো দল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে হারতে হয়েছে ৬ রানে। খেলা চলার সময় দর্শকদের তীব্র ব্যঙ্গের সামনে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নতুন অধিনায়ক। এবার তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ শামি (Mohammad Shami)। কেন ৭ নম্বরে নিজে ব্যাট করতে নামলেন হার্দিক? কিছুতেই তার উত্তর খুঁজে পাচ্ছেন না ভারতীয় পেস বোলার।

গত বছর আইপিএলে দুজনেই ছিলেন এক দলে। এ বার হার্দিক চলে গিয়েছেন মুম্বইয়ে। যা নিয়ে ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে চোটের জন্য আইপিএলে খেলছেন না শামি। অস্ত্রোপচারের পর তাঁর রিহ্যাব চলছে। শুভমান গিলের নেতৃত্বে তাঁকে ছাড়াই মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে গুজরাট। বাঁ হাতি টিম ডেভিডের পর সাত নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। ৪ বলে ১১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

[আরও দেখুন : মাঠের মধ্যে হার্দিকের উপর রেগে আগুন রোহিত! মালিকের সামনেই জুটল বকুনি? ভিডিও ভাইরাল]

হার্দিকের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিরক্ত শামি। তিনি বলেছেন, “এই ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনের ব্যাপারটা আমি বুঝতে পারি না। ক্যাপ্টেন হিসেবে সব সময় এক পা এগিয়ে থাকতে হয়, অনেক বেশি দায়িত্ব নিতে হয়। হার্দিক গুজরাটে ৩-৪ নম্বরে ব্যাট করত। মুম্বইয়ের হয়ে ৪ বা ৫ নম্বরে নামলেও অসুবিধা নেই। কিন্তু ৭ নম্বরে নামা মানে বাড়তি চাপ কাঁধে নেওয়া। ও যদি আগে নামত তাহলে খেলা অনেক আগেই শেষ হয়ে যেত।”

[আরও পড়ুন : স্টেডিয়ামের মধ্যেই হাতাহাতি রোহিত-হার্দিকের ভক্তদের! ভাইরাল আহমেদাবাদের ভিডিও]

গুজরাটের বিরুদ্ধে প্রথম ওভারেই বল হাতে দেখা যায় হার্দিককে। যাকে অনেকেই বলছেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। কিন্তু ব্যাট হাতে ফিনিশারের কাজটা করতে পারেননি। ধোনির সঙ্গে তুলনা টেনে শামি বলেন, “ধোনি (MS Dhoni) একজনই হয়। অন্য কারওর সঙ্গে নিজেকে মেলাতে যেও না। তোমাকে নিজের প্রতিভার উপর ভরসা রাখতে হবে।”
রোহিতের সঙ্গে নেতৃত্ব নিয়ে এমনিতেই ব্যাকফুটে হার্দিক। মাঠেও দুজনের মধ্যে সমস্যা চোখে পড়েছে। সমস্ত বিতর্ক সরিয়ে হার্দিকের নেতৃত্বে মুম্বই কীভাবে ঘুরে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে ভক্তদের। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement