ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেভিড ওয়ার্নারের (David Warner) বিদায়ী টেস্ট। গ্লেন ম্যাকগ্রার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত পিঙ্ক টেস্ট। গুরুত্বপূর্ণ ম্যাচে সকলের নজর কেড়ে নিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বিদেশের মাটিতেও নিজের দেশের সংস্কৃতি পালন করেছেন পাক উইকেটকিপার। রিজওয়ানের ভিডিও ভাইরাল হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। উল্লেখ্য, ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর পিঙ্ক টেস্টের আয়োজন করে গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশন।
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া (Pakistan vs Australia)। সিরিজের আগেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, আর নয়। এবার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ইতি টানবেন। পিঙ্ক টেস্টেই শেষবারের মতো সাদা জার্সি পরে নামবেন বলেই জানান বিস্ফোরক ওপেনার। তাই অন্যান্যবারের তুলনায় আরও বেশি আগ্রহ ছিল চলতি বছরের পিঙ্ক টেস্ট নিয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্টেই জেতে অস্ট্রেলিয়া। সিরিজ শেষের পরে প্রতিবারের মতোই মাঠে আসেন গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের সদস্যরা। সেখানে ছিলেন কিংবদন্তি অজি পেসারের পরিবারের সদস্যরাও। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দুই দলের ক্রিকেটাররাই।
তখনই সকলের নজর কাড়ে রিজওয়ানের আচরণ। ক্রিকেটাররা সকলেই ম্যাকগ্রা পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। কিন্তু অন্য পথে হাঁটেন পাক উইকেটকিপার। দুই হাত জড়ো করে নমস্কার করেন তিনি। রিজওয়ানের এই আচরণে মুগ্ধ হয়ে পালটা তাঁকে নমস্কার করেন ম্যাকগ্রার পরিবারও। বিদেশের মাটিতে খেলতে গিয়েও পাক সংস্কৃতি ভোলেননি, রিজওয়ানের ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
Respect for Muhammad Rizwan ❤️
Just shake hands with a little girl!
Only Muhammad Rizwan didn’t shake hands with women of McGrath’s Family!#PakistanCricket #MuhammadRizwan#PAKvsAUS #AUSvPAK #AUSvsPAK pic.twitter.com/V55WhuFcM7— Ahtasham Riaz 🇵🇰 (@AhtashamRiaz_) January 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.