Advertisement
Advertisement
Mohammad Azharuddin

স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ, পালটা হুমকি প্রাক্তন অধিনায়কের

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Mohammad Azharuddin's name to be removed from stadium, Former captain counter-threats

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 20, 2025 3:02 pm
  • Updated:April 30, 2025 11:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বার্থের সংঘাতের অভিযোগ প্রাক্তন ভারত অধিনায়কের নামে। হায়দরাবাদের স্টেডিয়াম থেকে তাঁর নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উপলে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়নে রয়েছে মহম্মদ আজহারউদ্দিনের নামে স্ট্যান্ড। সেখান থেকে তাঁর নাম সরিয়ে ফেলার নির্দেশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। যদিও এর প্রতিবাদে সুর চড়িয়েছেন আজহার। 

শুধু স্টেডিয়াম থেকে নাম সরানো নয়, আজহারের নামে খেলার টিকিট ইস্যু করার নির্দেশও দেওয়া হয়েছে। অবিলম্বে এই নির্দেশ পালনের কথা বলেছেন বিচারপতি ভি ঈশ্বরাইয়া। তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এথিক্স অফিসার এবং ওমবুর্সম্যান। স্বার্থের সংঘাতে অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement

২০১৯ সালে আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন। ওই বছরেই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম ‘ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন’ থেকে আজাহারের নামে বদলে ফেলা হয়। চলতি বছর, ২৮ ফেব্রুয়ারি হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব আজাহারের নাম স্ট্যান্ড থেকে সরিয়ে ফেলার দাবিতে একটি মামলা দায়ের করে। এরপরেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন বিচারপতি ঈশ্বরাইয়া। শেষমেশ ২৫ পৃষ্ঠার রায়ে তিনি স্ট্যান্ড থেকে আজাহারের নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

যদিও এ ব্যাপারে পালটা সুর চড়িয়েছেন আজাহারও। এমনকী তিনি আদালত পর্যন্ত যেতে রাজি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সংবাদমাধ্যমকে আজহার বলেন, “স্বার্থের সংঘাতের মতো কোনও ঘটনাই ঘটেনি। আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে ১০ বছর দেশকে নেতৃত্ব দিয়ে এমন প্রতিদান পাব ভাবিনি। প্রয়োজনে হাই কোর্ট যাব। বোধহয় হায়দরাবাদে ক্রিকেটারদের সঙ্গে এমনই ব্যবহার করা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement