Advertisement
Advertisement

Breaking News

Mohammad Azharuddin

বাবর ভাল না বিরাট? বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন আজহার

বাবর-বিরাট বিতর্ক ফের উসকে দিলেন আজহার।

Mohammad Azharuddin perfectly sums up Virat Kohli vs Babar Azam debate | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 29, 2023 12:32 pm
  • Updated:January 29, 2023 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নাকি বাবর আজম। সেরা ব্যাটার কে? দু’দেশের ক্রিকেট সমর্থকদের মতো এই বিতর্কে এবার ঢুকে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। বাবরের তুলনায় সামান্য হলেও বিরাট কোহলিকে এগিয়ে রেখেছেন তিনি। আজহার বলছেন, দু’জন ক্রিকেটারে মধ্যে তুলনা করা চলে না। কিন্তু সব দিক ভেবে দেখলে বিরাট সামান্য হলেও এগিয়ে।

Mohammad Azharuddin perfectly sums up Virat Kohli vs Babar Azam debate

Advertisement

বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজম (Babar Azam) বিতর্ক নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে পাক অধিনায়কের আগমনের পর থেকেই সেদেশের ক্রিকেটভক্তরা তাঁর তুলনা করেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। বস্তুত, পরিসংখ্যান থেকে ধারাবাহিকতা, সব দিক থেকেই কোহলির পদাঙ্ক অনুসরণ করছেন বাবর। এই মুহূর্তে বিরাট কোহলির সমকক্ষ ব্যাটার যদি কেউ থেকে থাকেন, তাহলে সেটা বাবরই। তিন ফরম্যাটেই নিয়মিত পারফর্ম করছেন তিনি। যার পুরস্কারও পেয়েছেন বাবর। পাক অধিনায়ক চলতি বছরও আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন।

[আরও পড়ুন: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কার মধ্যেই রাহুলকে ‘৬২ নিয়ে কটাক্ষ জয়শংকরের]

বাবরের সাম্প্রতিক ফর্ম দেখে বহু পাক সমর্থকই তাঁকে বিরাট কোহলির সঙ্গে একাসনে বসানোর চেষ্টা করেন। কিন্তু আজহার বলে দিচ্ছেন, বাবর যতই ভাল খেলুন, কোহলিকে এখনও ছুঁতে পারেননি তিনি। যুক্তি হিসাবে প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন,”কোহলি অভিজ্ঞ ক্রিকেটার। ওর রেকর্ডের পরিমাণ বিশাল। দু’জন ক্রিকেটারের তুলনা করাটা কঠিন। আর এরা তো অনেক আলাদা একে অপরের থেকে। তবে আমার মনে হয় কোহলি সামান্য হলেও এগিয়ে।”

[আরও পড়ুন: ‘দেশে বিভেদ ছড়ানোর চেষ্টা হচ্ছে’, বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই সতর্ক করলেন মোদি]

ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, বাবর কেরিয়ায়ের শুরুটা ভাল করেছেন ঠিকই। কিন্তু কোহলির উচ্চতায় পৌঁছতে গেলে আরও কাঠখড় পোড়াতে হবে তাঁকে। কারণ প্রাক্তন ভারত (Indian Cricket Team) অধিনায়ক বছরের পর বছর যে ধারাবাহিকতার সঙ্গে পারফর্ম করে চলেছেন সেটা চাট্টিখানি কথা নয়। তাছাড়া কোহলি নিজের কেরিয়ারে যে যে নজির গড়েছেন, বা ভেঙেছেন, সেগুলি ছুঁয়ে ফেলেটাও বেশ কঠিন বাবরের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement