Advertisement
Advertisement

টি-টোয়েন্টিতে নজির, রোহিত শর্মাকেও টপকে গেলেন মিতালি

জানেন, ইনিংস শুরুর আগেই কীভাবে ভারতের স্কোরবোর্ডে যোগ হয়ে গেল ১০ রান?

Mithali Raj crosses Rohit Sharma
Published by: Sulaya Singha
  • Posted:November 12, 2018 5:04 pm
  • Updated:November 12, 2018 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত-জেমাইমা জুটিতে সহজ জয় পেয়েছিল ভারতীয় প্রমীলাবাহিনী। সে ম্যাচে ব্যাট করার প্রয়োজন হয়নি মিতালি রাজের। তিনি নিজের ঝলক দেখালেন পাকিস্তানের বিরুদ্ধে। ৪৭ বলে দুর্দান্ত ৫৬ রানের ইনিংস তো খেললেনই, সেই সঙ্গে গড়লেন নয়া ইতিহাস।

[হেলায় পাক-বধ, টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের আরও কাছাকাছি মিতালিরা]

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের নিরিখে বিরাট কোহলিকে আগেই পিছনে ফেলে দিয়েছিলেন। তাঁর সামনে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান রোহিত শর্মা। রবিবার চোখ ধাঁধানো ইনিংস খেলে তাঁকেও টপকে গেলেন মিতালি। ৭২ টি টি-টোয়েন্টি ইনিংসে ২১০২ রান রয়েছে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়কের। অন্যদিকে ৮৭ টি ইনিংসে রোহিতের সংগ্রহ ২২০৭ রান। রবিবার গুয়ানায় পাকিস্তানের বিরুদ্ধে নয়া নজির গড়লেন মিতালি। ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের মালকিন তিনি। তাঁর ঝুলিতে ২২৩২ রান। কুড়ি-বিশের ফরম্যাটে ভারতীয় মহিলারা যেভাবে নিজেদের মেলে ধরছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ফের মহিলাদের আইপিএল-এর জন্য সুর চড়ালেন মিতালি। বলেন, আর এক বছরের মধ্যে আইপিএল-এর মতো কোনও টুর্নামেন্ট মহিলাদের জন্যও চালু করা উচিত। যদিও বিসিসিআই এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

Advertisement

[রবিবাসরীয় চেন্নাইয়ে ধাওয়ান-ধামাকা, নিয়মরক্ষার ম্যাচে শেষ বলে জয় ভারতের]

এদিকে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতের জয়ের নেপথ্যে ‘কৃতিত্ব’ রয়েছে পাক ব্যাটসম্যানদেরও। কেন? কারণ তাঁদের সৌজন্যেই ভারতীয় ইনিংস শুরুর আগেই উপহার হিসেবে ১০ রান যোগ হয়ে যায় স্কোরবোর্ডে। কীভাবে এমনটা হল? আসলে রান নেওয়ার সময় উইকেটের বিপদজনক জায়গা দিয়ে দৌড়াচ্ছিলেন পাক ব্যাটসম্যানরা। আম্পায়ার সতর্ক করলেও বিষয়টি কানে তোলেননি তাঁরা। এমনকী সতর্ক করার পরও দুবার একই কাণ্ড ঘটান দুই পাকিস্তানি ব্যাটসম্যান। আর সেই কারণেই উপহার হিসেবে ১০ রান পেয়ে যায় উইমেন ইন ব্লু। শুধু তাই নয়, নিয়মভঙ্গের শাস্তি হিসেবে পাকিস্তানের ২ রান কেটেও নেওয়া হয়। তবে ম্যাচ শেষে নিজেদের দোষ স্বীকার করে নেন মহিলা পাক অধিনায়ক জাভেরিয়া খান। জানান, এই প্রথমবার নয়, এর আগে শ্রীলঙ্কা সিরিজেও একই ঘটনা ঘটেছিল। এবার তাঁদের ভুলের জন্য লাভবান হল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement