সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জওয়ানকে কাশ্মীরি যুবকের হাতে নিগৃহীত হতে দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেল কেকেআর অধিনায়ক। জানিয়েছেন, জওয়ানের গায়ে একটা থাপ্পড় পড়লে যেন একশো জিহাদির প্রাণ যায়। কিন্তু সেইসঙ্গে ব্যাখ্যা দিয়েছিলেন তেরঙ্গারও। আর সে কারণেই বেশ খানিকটা বিপাকে পড়লেন গম্ভীর। নেটদুনিয়ায় তাঁর বিরুদ্ধে উঠল দেশদ্রোহিতার অভিযোগ।
জওয়ান নিগ্রহের প্রতিবাদ করে গম্ভীর লিখেছিলেন, যাঁদের আজাদি চাই তাঁরা কাশ্মীর ছেড়ে চলে যেতে পারেন। সেইসঙ্গে জানিয়েছিলেন, জাতীয় পতাকার তিন রঙের ব্যাখ্যা। অবশ্য সে ব্যাখ্যা তাঁর নিজের। যেখানে গেরুয়া ত্যাগ নয় বরং ক্রোধের প্রতীক। সাদা হয়েছিল জেহাদিদের শবের উপর চাপা সাদা চাদরের সমার্থক। আর সবুজ হয়ে উঠেছিল ঘৃণার রং। দেশজোড়া জাতীয়তাবাদের হাওয়ায় এ টুইট প্রথমে বেশ বাহবাই কুড়িয়েছিল। কিন্তু পরে সমালোচনার শিকার হলেন ক্রিকেটার।
Anti-Indians hav forgotten dat our flag also stands 4: saffron – fire of our anger, white – shroud for jihadis, green – hatred 4 terror.
— Gautam Gambhir (@GautamGambhir) April 13, 2017
ইডেন গার্ডেন্সে আইপিএল-এ যখন তিনি নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তখনই তাঁর বিরুদ্ধে টুইটে ধেয়ে আসছে সমালোচনা। কেউ কেউ বলছেন, কাশ্মীর সমস্যার বিন্দুমাত্র জানেন না ক্রিকেটার। ক্রিকেটে ব্যর্থ হওয়ার পর এখন এরকম টুইট করে নজর কাড়তে চাইছেন। অপর এক নেটিজেনের বক্তব্য, জাতীয় পতাকার তিন রঙের যে ব্যাখ্যা করেছেন গম্ভীর তা গ্রহণযোগ্য নয়। পতাকার সঙ্গে কখনও ঘৃণা বা ক্রোধ যোগ করা উচিত নয়। এও এক ধরনের দেশদ্রোহিতা। এর জন্য কারাদণ্ড হতে পারে গম্ভীরের। পাল্টা প্রশ্ন করে কেউ জিজ্ঞেস করেছেন, গম্ভীর নিজে কি সেনাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশরক্ষা করতে পারবেন? তবে অনেকেই একমত যে, যেভাবে তেরঙ্গার ব্যাখ্যা করা হয়েছে তা যথার্থ নয় বরং তা নিম্নমানের।
I don’t know if Gautam Gambhir is right or wrong but his tweet on tricolor exposed many imposters who are trying to be nationalists.
— StarBoi 🌟 (@zZoker) April 13, 2017
Calling the tricolor a shroud and a symbol of hatred is an insult to our national flag. This is sedition @GautamGambhir https://t.co/iKCrWDGaw5
— Prasanto K Roy (@prasanto) April 13, 2017
@forthehighway @sagarikaghose @GautamGambhir I can also point you to pictures of birds mating and ask “what about this”, which won’t change this: @GautamGambhir deserves to go to jail
— Prasanto K Roy (@prasanto) April 13, 2017
To describe India’s flag as a symbol of hatred and anger has to be a first even by the Bhakt brigade… https://t.co/czeC8QFleQ
— Sagarika Ghose (@sagarikaghose) April 13, 2017
@sagarikaghose @GautamGambhir Bang on. Reducing the national flag to a symbol of hatred is a low even by gautam gambhir standards
— Rana Ayyub (@RanaAyyub) April 13, 2017
এখনও অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিযা জানাননি কেকেআর অধিনায়ক ।
Great fifty @GautamGambhir sir! Saffron in our flag stands for your orange cap, white for your gloves and green for Eden Garden. Jai Hind 🇮🇳
— Rofl Gandhi (@RoflGandhi_) April 13, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.