Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

‘আরও দুবছর খেলে দিতে পারে’, ধোনির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য চেন্নাই কোচের

ধোনির অবসর জল্পনার মধ্যেও শোনা গেল আশার কথা।

Michael Hussey hopes MS Dhoni will continue playing for another couple of years

এমএস ধোনি।

Published by: Arpan Das
  • Posted:May 16, 2024 5:09 pm
  • Updated:May 16, 2024 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৪২। কিন্তু আজও তিনি অনায়াসে চার-ছক্কা হাঁকান। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তার সঙ্গে এই প্রশ্নও থাকছে, চলতি আইপিএলের পরেই ধোনি অবসর নেবেন কিনা? সেই জল্পনার মধ্যেও আশার কথা শোনালেন চেন্নাই কোচ মাইক হাসি (Michael Hussey)।

চলতি আইপিএলের (IPL 2024) শুরু থেকেই গুঞ্জন ছিল, মরশুম শেষে সরে যেতে পারেন ধোনি। চোট-আঘাত প্রথম থেকেই তাঁকে সমস্যায় ফেলেছে। ব্যাট করার সময়ও ভুগিয়েছে হাঁটুর চোট। অধিনায়কত্ব তুলে দিয়েছেন রুতুরাজের হাতে। ক্রিকেট জীবনের প্রথম লগ্নের মতো লম্বা চুল রাখতে দেখে গুঞ্জন আরও শক্তিশালী হচ্ছে। এদিকে সোশাল মিডিয়ায় রাজস্থান ম্যাচের পর অপেক্ষা করতে বলা হয়েছিল ভক্তদের। যা নিয়ে জল্পনা আরও বেড়েছিল।

Advertisement

[আরও পড়ুন: সুনীলের অভাব মিটবে? বিদায় বেদনার মধ্যেই প্রশ্ন কিংবদন্তির উত্তরসূরি নিয়ে]

কিন্তু হাসির মতে ধোনি আরও দুবছর খেলে দিতে পারেন। চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেছেন, “ও এখনও অসাধারণ ব্যাট করছে। দুরন্ত প্রস্তুতি নেয়। অনেক আগে ক্যাম্পে আসে। নেটে একের পর এক ছয় মারে। যদিও গত বছর ওর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তাই আমাদের শুধু ধোনির শারীরিক অবস্থা নিয়ে সাবধানে থাকতে হয়।”

[আরও পড়ুন: আরসিবির প্লে অফ স্বপ্নে ভিলেন বৃষ্টি! চিন্তা বাড়াচ্ছে হাওয়া অফিস]

সেই সঙ্গে হাসির সংযোজন, “ব্যক্তিগতভাবে মনে করি, ও আরও দুবছর অনায়াসে খেলে দিতে পারবে। কিন্তু তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র লোক ধোনি নিজেই। আর এসব ব্যাপারে ও কিছুটা নাটক পছন্দ করে। ফলে আমি এখনই কোনও সিদ্ধান্ত আশা করছি না।” উল্লেখ্য, ২০২০ সালের ১৫ আগস্ট আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। এবারও কি সেরকম চমক অপেক্ষা করে আছে? মাইক হাসি আশাবাদী, পরের বছরেও দেখা যাবে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement