রোহিত শর্মা ও আকাশ আম্বানি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে কিছুটা স্বস্তির হাওয়া মুম্বই শিবিরে। কিন্তু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে অধিনায়কত্বের টালবাহানা এখনও চলছে। তার মধ্যেই মুম্বই মালিক আকাশ আম্বানির (Akash Ambani) গাড়িতে দেখা গেল রোহিতকে। যা নতুন করে জল্পনা জাগিয়ে তুলছে।
বৃহস্পতিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে হার্দিক পাণ্ডিয়ার দল। প্লে অফের অঙ্কে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে মুম্বইকে। আগের ম্যাচ দিল্লিকে হারানোর পর যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁরা। কিন্তু অধিনায়ক হিসেবে ভক্তদের সম্মান পেতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে হার্দিককে। অনেক সমর্থক আজও নেতা হিসেবে দেখতে চান রোহিতকেই। সেই আবহে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল আকাশ আম্বানির গাড়িতে।
বুধবার মুম্বই মালিকের গাড়িতেই প্র্যাক্টিসে আসেন মুম্বই অধিনায়ক। সঙ্গে সঙ্গে ভক্তরা ঘিরে ধরেন তাঁকে। যা নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে কি ফের রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে? সোশাল মিডিয়ায় ক্রমশ বেড়ে চলেছে সেই আলোচনা। আগে হার্দিকের সঙ্গে মুম্বই মালিকদের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু টানা হারের পর কি সেই সম্পর্কে চিড় ধরেছে? রোহিত-আকাশকে এক গাড়িতে আসতে দেখে অনেকেই সেই সমীকরণকে সামনে রাখছেন। কদিন আগেও ম্যাচ হারার পর ডাগ আউটে দুজনকে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। যদিও দুই পক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
Rohit Sharma With Mumbai Indians Owner Akash Ambani 🧐
Are We Going To See Any Big Surprise During Mid Season ? pic.twitter.com/E0lEStdLE1
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) April 10, 2024
অন্য দিকে মুম্বইয়ের অল-রাউন্ডার টিম ডেভিড উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হার্দিক পাণ্ডিয়ার। হারের হ্যাটট্রিকের পর দলের আত্মবিশ্বাস যে তলানিতে যায়নি, তার সবচেয়ে বড় কারণ মুম্বই অধিনায়ক। এমনটাই মনে করেন ডেভিড। তিনি বলেন, “হার্দিক মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ও আঠার মতো গোটা টিমকে এক সঙ্গে ধরে থাকে। যার ফলে আমরা অনেক স্বাধীন ভাবে খেলতে পারি।” বেঙ্গালুরুর বিরুদ্ধেও কি দর্শকদের মন জিততে পারবেন হার্দিক? পথটা একেবারেই সহজ নয় মুম্বই অধিনায়কের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.