Advertisement
Advertisement
Pakistan Australia

বলে চিপ লাগিয়েছে ভারত, তাই…! অজিদের বিরুদ্ধে ক্যাচ মিস করে কটাক্ষের মুখে পাক তারকারা

কটাক্ষের মুখে পাক ক্রিকেট বিশেষজ্ঞরাও।

Memes fest after Pakistan stars missed catch against Australia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 15, 2023 1:32 pm
  • Updated:December 15, 2023 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল বিকৃতি করে পরপর ম্যাচ জিতছে ভারত। বিশ্বকাপে (ICC World Cup 2023) মেন ইন ব্লুর টানা সাফল্য দেখে এমন অদ্ভুত মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। তাঁর সেই মন্তব্যই বুমেরাং হয়ে ফিরে এল পাক ক্রিকেটে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সহজ ক্যাচ ফেলে দেন পাক ক্রিকেটার। তার পরেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি ভারত বল বিকৃতি করেছে বলেই পাক ক্রিকেটাররা ক্যাচ মিস করছেন?

টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে পাকিস্তান (Pakistan)। প্রথম দিন থেকেই দুরন্ত ফর্মে অজিরা। আগ্রাসী ভঙ্গিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। অন্যদিকে, খারাপ বোলিংয়ের পাশাপাশি শাহিন আফ্রিদিদের ভুগিয়েছে জঘন্য ফিল্ডিং। একাধিক ক্যাচ মিস করেছেন পাক ক্রিকেটাররা। সেঞ্চুরি হাঁকানোর পর ক্যাচ তুলেও বেঁচে যান ওয়ার্নার। অজি ওপেনারকে স্টাম্পিং করার সুযোগও হাতছাড়া করেন সরফরাজ খান।

Advertisement

[আরও পড়ুন: মিলারের আউটে DRS নিতেই পারল না ভারত, হোম অ্যাডভান্টেজ? প্রশ্ন ক্ষুব্ধ নেটিজেনদের]

তবে সবচেয়ে বেশি নিন্দা হয়েছে আবদুল্লা শফিকের ক্যাচ মিস নিয়ে। উসমান খোয়াজার সহজ ক্যাচ তালুবন্দি করেও ছেড়ে দেন তিনি। সোজা বাউন্ডারি পর্যন্ত চলে যায় বল। এই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় তুমুল কটাক্ষের শিকার হন পাক ক্রিকেটাররা। বিশ্বকাপের সময় যেভাবে ভারতের দিকে আঙুল তুলেছিলেন পাক ক্রিকেট বিশেষজ্ঞরা, সেটাই এবার তাঁদের দিকে ফিরিয়ে দিচ্ছে নেটদুনিয়া।

এক নেটিজেনের মতে, ক্যাচ ফেলার পরম্পরা রয়েছে পাক ক্রিকেটে। সেটাই বহন করছেন আবদুল্লারা। কেউ আবার মনে করছেন, প্রচণ্ড রোদে ছিল বলেই ক্যাচ ধরতে পারছেন না পাক ক্রিকেটাররা। তবে নজর কেড়েছে এক নেটিজেনের কমেন্ট। হাসান রাজার কথা মনে করিয়ে তাঁর দাবি, আসলে ভারত তো বল বিকৃতি করেছে। তাই ক্যাচ নিতে পারছেন না পাক ক্রিকেটাররা।

[আরও পড়ুন: ৭ নম্বর শুধুই ধোনির, শচীনের মতোই অবসরে ক্যাপ্টেন কুলের জার্সিও!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement