Advertisement
Advertisement
আইসিসি টি-২০ বিশ্বকাপ

মেলবোর্নে ফের লকডাউন জারি হওয়ার জের, চলতি সপ্তাহেই বাতিল হতে পারে টি-২০ বিশ্বকাপ

এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, আগেই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Melbourne lockdown should see ICC take final call on T20 World Cup
Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2020 5:54 pm
  • Updated:July 8, 2020 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফের ৬ সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন বিধি নিষেধ। যার অর্থ হল, অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন আর কোনওভাবেই সম্ভব নয়। কারণ, এই মেলবোর্নেই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে লকডাউন জারি এবং সংক্রমণ বৃদ্ধির জেরে সেখানে অদূর ভবিষ্যতে কোনওরকম খেলাধুলোর আয়োজন নেহাতই বোকামি হবে। সেটা বুঝতে পেরেই সম্ভবত বিশ্বকাপ বাতিলের প্রস্তাবে সরকারি শিলমোহর দিতে চলছে আইসিসি। সূত্রের খবর চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) বাতিলের কথা সরকারিভাবে ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, তা অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। তাঁরা আগেই জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের ঝক্কি অস্ট্রেলিয়া সরকার পোয়াতে চায় না। কিন্তু তা সত্বেও সরকারিভাবে এখনও বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করেনি আইসিসি। তাঁদের ইচ্ছা ছিল, করোনা পরিস্থিতির উন্নতি হলে একবার শেষ চেষ্টা করে দেখার। যদিও, এর নেপথ্যে রাজনীতি আছে বলে মনে করছেন বিসিসিআই (BCCI) কর্তারা। তাঁদের ধারণা, ভারতীয় বোর্ড বিশ্বকাপের জায়গায় আইপিএল আয়োজনের যে পরিকল্পনা করছে, তা বানচাল করতে ইচ্ছাকৃতভাবেই বিশ্বকাপের খাঁড়াটা ঝুলিয়ে রেখেছে আইসিসি। সরকারিভাবে বিশ্বকাপ বাতিলের কথা এখনও ঘোষণা করা হয়নি যাতে, ভারতীয় বোর্ড আইপিএলের প্রস্তুতি শুরু করতে না পারে।

Advertisement

[আরও পড়ুন: এবছর ভারতের মাটিতে আইপিএল আয়োজন সম্ভব নয়! ইঙ্গিত সৌরভের]

কিন্তু এবার তাঁদের কাছে আর কোনও বিকল্প নেই। মেলবোর্নে লকডাউন জারি হওয়ার ফলে পরিস্থিতি উন্নতি হওয়ার যে আশা আইসিসি দেখাচ্ছিল, সেটাও এখন অপ্রাসঙ্গিক হয়ে গেল। সূত্রের খবর, বৃহস্পতিবার বা শুক্রবারই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হতে পারে। আর সেটা হওয়ার অর্থ আইপিএল (IPL) আয়োজনে আর কোনও বাধা থাকবে না। ভারতের মাটিতে সম্ভব না হলেও, বিসিসিআই বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের নাম ভাবা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement