Advertisement
Advertisement

Breaking News

Eden Gardens

EXCLUSIVE: তিন বছরের মাথায় ফের কলকাতায় ICC টুর্নামেন্ট, টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচ ইডেনে!

২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হয়েছিল ইডেনে।

Many match of T20 World Cup likely to be played at Eden Gardens

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 22, 2025 8:27 pm
  • Updated:March 22, 2025 8:27 pm  

অরিঞ্জয় বোস: বাকি আর এক বছর। তারপরেই দেশের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। চ্যাম্পিয়ন হিসাবে দেশের মাটিতে ফের টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে মেন ইন ব্লু। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে।

২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হয়েছিল ইডেনে। ভারতীয় দলেরও একটি ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। এছাড়াও পাকিস্তান বনাম বাংলাদেশ, পাকিস্তান বনাম ইংল্যান্ড, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল ইডেনে। এছাড়াও ইডেনেই শেষ চারের যুদ্ধে নেমেছিল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে জিতে ফাইনালে ওঠে অজিরা।

Advertisement

তিন বছরের মাথায় আবারও বিশ্বকাপের স্বাদ পেতে চলেছে কলকাতা। জানা গিয়েছে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের একাধিক ম্যাচ ইডেনে খেলা হতে পারে। ইতিমধ্যেই সেই নিয়ে আলোচনা চলছে। সম্ভবত ২টি বা তিনটি ম্যাচ ইডেনে খেলা হতে পারে। তবে কবে, কোন দলের ম্যাচ ইডেনে আয়োজন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান হয়তো ভারতে খেলতে আসবে না। সেক্ষেত্রে পাকিস্তানের ম্যাচ হতে পারে শ্রীলঙ্কায়।

একই বছরে ভারতের মাটিতে খেলা হবে মহিলাদের বিশ্বকাপ। আপাতত তিনটি শহরে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা চলছে। ভাইজ্যাগ, ত্রিবানদ্রাম এবং ইন্দোরে খেলতে পারে মহিলা দল। তবে পাকিস্তান যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে তারা ভারতে খেলবে না। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচ আয়োজন করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub