Advertisement
Advertisement

রনজি ট্রফি ফাইনাল: ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে অনুষ্টুপ-মনোজের লড়াকু ইনিংস

বাংলা এখনও ৬১ রানে পিছিয়ে।

Manoj Tiwary and Anustup Majumdar put stubborn resistance against Saurashtra in Ranji Trophy final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 18, 2023 5:03 pm
  • Updated:February 18, 2023 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। দ্বিতীয় ইনিংসে দ্রুত তিন উইকেট হারিয়ে বিধ্বস্ত অবস্থা বাংলার (Bengal)। এরকম চাপের মুখেই তো অতীতে বহুবার জ্বলে উঠেছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার। রনজি ফাইনালের (Ranji Trophy Final) তৃতীয় দিনেও বঙ্গ-ব্রিগেডের দুই সিনিয়র ক্রিকেটার প্রতিরোধ গড়ে তুললেন সৌরাষ্ট্রের (Saurashtra) বিরুদ্ধে। দিনের শেষে স্কোর বোর্ড বলছে, বাংলার রান চার উইকেটে ১৬৯। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (৫৭) ও শাহবাজ আহমেদ (১৩)।

সৌরাষ্ট্রের প্রথম ইনিংস থেমে যায় ৪০৪ রানে। সৌরাষ্ট্রর থেকে ২৩০ রানে পিছিয়ে থেকে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। শুরুতেই দুই ওপেনার সুমন্ত গুপ্ত (১) ও অভিমন্যু ঈশ্বরণ (১৬) দ্রুত ফিরে যান। বাংলার রান তখন ২ উইকেটে ২২। সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। কিন্তু সুদীপ মাত্র ১৪ রানে ফেরেন। বাংলা তখন আরও বিপন্ন। এই অবস্থা থেকে বাংলার ইনিংসের হাল ধরেন দুই বর্ষীয়ান ক্রিকেটার। মনোজ ও অনুষ্টুপ ৯৯ রানের পার্টনারশিপ গড়েন। অনুষ্টুপ অবশ্য ৬১ রান করে আউট হন। কিন্তু অন্য প্রান্তে টিকে ছিলেন মনোজ তিওয়ারি।  

Advertisement

[আরও পড়ুন: দিল্লি টেস্টে দ্বিতীয় দিন পন্থের অভাব মেটালেন অক্ষর, আউট হয়ে রেগে আগুন কোহলি]

 

বাংলার ইনিংসে আঘাত করেন সৌরাষ্ট্রের দুই জোরে বোলার– চেতন সাকারিয়া ও জয়দেব উনাদকাট। দু’ জনেই ২টি করে উইকেট নেন। অনুষ্টুপ ফেরার পরে মনোজ ও শাহবাজ সৌরাষ্ট্রের আক্রমণ সামলান। পঞ্চাশও করে ফেলেন মনোজ তিওয়ারি। রবিবার রনজি ফাইনালের চতুর্থ দিন। ইডেনের সকালের সেশন ভয়ংকর হতে চলেছে। সৌরাষ্ট্রের যাবতীয় গোলাগুলি সামলাতে হবে অভিজ্ঞ মনোজ তিওয়ারিকে। বহু যুদ্ধের সৈনিক বাংলার অধিনায়ক। অতীতেও বহুবার ধ্বংসের মুখে দাঁড়িয়ে মনোজ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এবারের যুদ্ধ আরও কঠিন। মনোজও জানেন তা। তিনি যতক্ষণ ক্রিজে, বাংলাও ততক্ষণ বেঁচে। বাংলা কিন্তু এখনও ৬১ রানে পিছিয়ে। 

[আরও পড়ুন: কলকাতায় প্রথম AI কোর্স সেন্ট জেভিয়ার্সে, ক্যাম্পাসেই বিমানের ভিতর এভিয়েশনের ক্লাসরুম!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement