Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy

অসমের বিরুদ্ধে বিরাট জয় বাংলার, রনজির নকআউটের আশা জিইয়ে রাখলেন মনোজরা

আড়াই দিনেরও কম সময়ে অসমকে ইনিংসে হারিয়ে সাত পয়েন্ট নিশ্চিত করে বাংলা।

Manoj Tiwari's Bengal beats Assam in Ranji Trophy | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 28, 2024 1:20 pm
  • Updated:January 28, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি রনজি ট্রফির প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলা। তবে অবশেষে ,কাটল খরা। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসমকে এক ইনিংস ও ১৬২ রানে হারিয়ে নকআউটে পৌঁছনোর আশা জিইয়ে রাখলেন মনোজ তিওয়ারিরা। ম্যাচ থেকে বোনাস-সহ সাত পয়েন্ট ঝুলিতে ভরলেন তাঁরা।

এদিনের অসমের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নেওয়ার হাতছানি ছিল বাংলার সামনে। দ্বিতীয় দিনের শেষে আবার বোনাসের গন্ধও পাচ্ছিলেন মনোজ তিওয়ারিরা। অসমকে বড় ব্যবধানে হারিয়ে মধুরেন সমাপয়েৎই হল। আড়াই দিনেরও কম সময়ে অসমকে ইনিংসে হারিয়ে সাত পয়েন্ট নিশ্চিত করে বাংলা। আর এই সৌজন্যেই নকআউটে পৌঁছনোর আশা জিইয়ে রইল মনোজদের।

Advertisement

[আরও পড়ুন: ‘সমস্যা বাড়াতে চাই না’, ব্যর্থতার দায় নিয়ে বার্সেলোনার কোচের পদ ছাড়ছেন জাভি]

অসমের বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখায় বাংলা। প্রথম দিন থেকেই কোণঠাসা হয়ে পড়ে হোম ফেভারিটরা। মনোজ তিওয়ারি (Manoj Tiwary) সেঞ্চুরি পান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানও করেন তিনি। দশ হাজারি ক্লাবের সদস্য অবশ্য মনোজ হয়েছিলেন শুক্রবারই। বাংলার অধিনায়ক ও অনুষ্টুপ মজুমদারের জোড়া সেঞ্চুরি এবং করণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়ালের ব্যাটে ভর করে বাংলা প্রথম ইনিংসে করে ৪০৫ রান।

জবাবে প্রথম ইনিংসে ১০৩ রানে ৯ উইকেট হারায় অসম। রিয়ান পরাগ ব্যাট করতে না নামায় ওই রানেই অলডাউন ধরে নেওয়া হয়। প্রথম ইনিংসে ৩০২ রানে এগিয়ে থেকে অসমকে ফলো-অন করতে পাঠায় বাংলা। অসমের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৪০ রানে। বাংলার বোলারদের দাপটের সামনে টিকতেই পারেনি হোম টিম। সূরজ একাই নেন ৫ উইকেট। অঙ্কিত মিশ্র ও করণ লাল দুটি করে উইকেট পান। আগের দুম্যাচে আবহাওয়া ভুগিয়েছিল বাংলা শিবিরকে। তাই বাংলা কিছুটা হলেও চাপে ছিল। তবে চাপের মধ্যেও দুরন্ত পারফরম্যান্সে ফের চাঙ্গা মনোজ অ্যান্ড কোং। 

[আরও পড়ুন: স্টেশন থেকে হকার সরাতে যাত্রীদেরই বিশেষ পরামর্শ রেলের! তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement