Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব করা খুব কঠিন’, সাক্ষাৎকারে বিস্ফোরক অশ্বিন

'ভারতীয় ক্রিকেটাররা বন্ধু নয়, শুধুই সহকর্মী', বলেছিলেন অশ্বিন।

Making friends with teammates is difficult, says Ravichandran Ashwin | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 18, 2023 10:20 am
  • Updated:August 18, 2023 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব করা খুব কঠিন। বিতর্কিত মন্তব্য করলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ভারতীয় দলের ক্রিকেটাররা আগে বন্ধু ছিলেন কিন্তু এখন তাঁরা শুধুই সহকর্মী। এই মন্তব্যের ফলে বেশ বিতর্ক শুরু হয় ক্রিকেট মহলে। সেই আগুনে এবার ঘি ঢালতে পারে তামিলনাড়ুর স্পিনারের এই মন্তব্য।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের আগের মন্তব্যের রেশ টানেন অশ্বিন। মন্তব্যের অপব্যখ্যা হচ্ছে বলেই দাবি করেন তিনি। সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “আমি যা বলেছি আর লোকে যা বুঝেছে সেটা সম্পূর্ণ আলাদা। আমি বলতে চেয়েছি আগে ভারতীয় দল অনেক লম্বা বিদেশ সফরে যেত, তাই ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনাও অনেক বেশি ছিল। কিন্তু এখন আমরা সর্বক্ষণ খেলছি, আলাদা দলের হয়ে। আমি মনে করি, আলাদা দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব হওয়া খুবই কঠিন। কারণ কারোওর বিরুদ্ধে মাঠে নামতে গেলে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থাকা উচিত।” 

Advertisement

[আরও পড়ুন: আকাশ থেকে বাইকের উপর আছড়ে পড়ল বিমান, সংঘর্ষ গাড়ির সঙ্গেও, মৃত সকল যাত্রী]

অশ্বিন আরও বলেন, “যখন আইপিএল খেলি তখন জাতীয় দলের (India Cricket Team) সদস্যরা তিনমাসের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তার ফলে বন্ধুত্ব করা খুবই কঠিন হয়ে পড়ে। যদিও এই পরিস্থিতিতে বন্ধুত্ব করা একেবারেই অসম্ভব আমি সেটা বলব না।” তবে অশ্বিনের এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হতে পারে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত, মাসদুয়েক আগেই অশ্বিন বলেছিলেন ”একটা সময় ছিল যখন সতীর্থরা বন্ধু ছিল। আর এখন তারা শুধুই কলিগ। আসলে সময় বদলে গিয়েছে। কারণ আশপাশের লোকেরা সবসময় নিজেকে আপনার থেকে এগিয়ে রাখার চেষ্টা করে চলেছে। তাই কারও কাছেই আর এটা বলার সময় নেই যে, কী রে, কেমন আছিস।” এই মন্তব্যের পালটা দিয়ে অশ্বিনকে কটাক্ষ করেছিলেন রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা। 

[আরও পড়ুন: পাকিস্তানের মন্ত্রিসভায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement